দেশ জুড়ে ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট

Mar 15, 2021, 09:30 AM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: The United Forum of Bank Union (UFBU) যার ছত্রছায়ায় রয়েছে ৯টি ব্যাঙ্ক ইউনিয়ন। যারা দু-দিনের ব্যাঙ্ক বনধ্-এর ডাক দিয়েছে। 

2/8

১৫ ও ১৬ মার্চ চলবে বনধ্। ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে এবং বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এই ধর্মঘট চলছে। 

3/8

এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমন দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণের প্রস্তাব দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১৫ ও ১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। 

4/8

শনি ও রবিবার নিয়ম মেনে ব্যাঙ্ক বন্ধ ছিল, এবার আজ সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক  ধর্মঘটে, টানা চার দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।

5/8

কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা তুলতে চাইছে। সেই লক্ষ্যে আইডিবিআই ব্যাঙ্কের বদলে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া একটি বিমা সংস্থারও বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছেন তিনি।একইসঙ্গে এয়ার ইন্ডিয়া এবং বিপিসিএল-এরও বিলগ্নিকরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। 

6/8

ধর্মঘটে সামিল  হয়েছে, All India Bank Officers' Confederation (AIBOC), All India Bank Employees Association (AIBEA), National Confederation of Bank Employees (NCBE), All India Bank Officers' Confederation (AIBOC), Bank Employees Federation of India (BEFI), Indian National Bank Employees Federation (INBEF),

7/8

 Indian National Bank Officers' Congress (INBOC) and National Organisation of Bank Officers (NOBO) এবং the National Organisation of Bank Workers (NOBW) 

8/8