অসমের বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মৃত্যু দুই দমকলকর্মীর, পৌঁছল বায়ুসেনা

Jun 10, 2020, 15:34 PM IST
1/5

অসমের জঙ্গলে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রাণ হারালেন দুই দমকলকর্মী। আগুনের উৎসের কাছের জলা জমি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়।

2/5

উত্তর আসামের তিনসুকিয়া জেলায় প্রায় ১৪ দিন ধরে গ্যাস লিক হওয়ার পর মঙ্গলবার তাতে বিধ্বংসী আগুন ধরে। আশেপাশের জঙ্গল ও জলাজমিতে ছড়িয়ে পড়ে আগুন।

3/5

দমকল কর্মীরা জানিয়েছেন ৫০ মিটার এলাকার মধ্যে আগুন আটকে দেওয়া সম্ভব হয়েছে। তবে উৎস কুয়ো থেকে গ্যাস নিঃসরণ বন্ধ না হয় আগুন সম্পূর্ণ নেভাতে বেগ পেতে হচ্ছে।

4/5

অসম সরকারের তরফে জানানো হয় এখনও সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৫ দিন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণের বিষয়ে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ও বায়ুসেনা।

5/5

অন্যদিকে সময় থাকতে গ্যাস নিঃসরণ বন্ধ করায় অয়েল ইন্ডিয়া লিমিটেড অবহেলা করেছে বলে দাবি স্থানীয়দের। আগুন নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।