সময়ের খেল, রাশিয়ায় অটলের পিছনে দাঁড়িয়ে থাকা মোদীই আজ নেতৃত্বে, নস্টালজিক নমো

Sep 07, 2019, 04:04 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ২০০১ সাল থেকে ২০১৯। ব্যবধান ১৮ বছর। আর ১৮ বছরেই বদলে গিয়েছে দেশের রাজনীতির চালচিত্র। পিছনের সারিতে থাকা এক গুজরাটিই এখন দেশের প্রধানমন্ত্রী। ২০০১ সালের একটি ছবি অন্তত তেমনই বলছে। 

2/5

বিংশতম রাশিয়া-ভারত শীর্ষ সম্মেলনে অংশ নিলেন দু'দেশের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় সম্মান দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুজনের বন্ধুত্বও চর্চার বিষয় আন্তর্জাতিক আঙিনায়। 

3/5

রাশিয়া-ভারত বৈঠকেই নস্টালজিক হয়ে পড়লেন নরেন্দ্র মোদী। আর সে কথা টুইট করে জানালেন নিজেই। 

4/5

সালটা ২০০১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। আর দেশের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। অটলের প্রতিনিধি দলে ছিলেন মোদী। সেই ছবিটিই টুইট করেছেন নমো।  

5/5

মোদী টুইট করেছেন,''২০০১ ও ২০১৯ সালের মুহূর্ত ও স্মৃতি। ২০তম রাশিয়া-ভারত সম্মেলনে অংশ নিতে গিয়ে আমি চলে গিয়েছিলাম ২০০১ সালের নভেম্বরে। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তখন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতিনিধি দলে থাকার সৌভাগ্য হয়েছিল।''