Baba Vanga Predictions | End of the World: এবার শেষ হয়ে যাবে মানবসভ্যতা! এই বছরেই জেনে নিন, বাবা ভাঙ্গা কী বলেছেন মানুষের ধ্বংস নিয়ে...
Baba Vanga End of the World Predictions: ২০২৫ সাল নিয়ে যা যা বলেছেন তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল, ভয় ও আগ্রহ। তবে সম্প্রতি বাবা ভাঙ্গার অন্য এক পূর্বাভাস নিয়ে উত্তাল পৃথিবী। সেটা হল, কবে ধ্বংস হবে মানবসভ্যতা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা ও নসট্রাদামুস দুজনেই তাঁদের প্রায় নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য বহুল পরিচিত। তাঁরা যখন যা ঘটবে বলে গিয়েছেন, মোটামুটি তখন তেমনই ঘটেছে। প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, রোগ-মহামারি-- প্রায় সব কথাই মিলে গিয়েছে। হালে, ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গা ও নসট্রাদামুসের ভবিষ্যদ্বাণীও প্রায় অক্ষরে-অক্ষরে ফলেছিল! তাই ২০২৫ সাল নিয়ে তাঁরা যা যা বলে গিয়েছেন তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল, ভয় ও আগ্রহ। তবে সম্প্রতি বাবা ভাঙ্গার একটি প্রেডিকশন নিয়ে উত্তাল পৃথিবী। সেটা হল, কবে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা সেই তারিখটি বলে গিয়েছেন তিনি।
পুতিনই ত্রাতা

TRENDING NOW
এলিয়েনের সঙ্গে দেখা

সিরিয়াস সিরিয়া

২০৪৩, ২০৭৬

এসব ছাড়াও তাঁর অতি বিশেষ দুটি পূর্বাভাস প্রায় কিংবদন্তির পর্যায়ে চলে গিয়েছে। একটি হল, আগামী ২০৪৩ সালের মধ্যে ইউরোপ মুসলিম শাসনের আওতায় চলে যাবে। এর জেরে বিশ্বের ভূ-রাজনীতি ও সংস্কৃতিতে আসবে বিশাল বদল। দ্বিতীয়টি আরও সাংঘাতিক! আগামী ২০৭৬ সালে কমিউনিজম তার সর্বশক্তি নিয়ে আবির্ভূত হবে। এবং বিশ্বের রাজনীতি ও রাজনৈতিক দর্শনকে বিপুল ভাবে প্রভাবিত করবে।
৫০৭৯ সালে?

