অয়ন ঘোষাল : চিংড়িঘাটা পেরিয়ে সায়েন্স সিটির দিকে এগোতেই কলকাতা আস্ত একটা পিকনিক নগরী। ১০ মিটার অন্তর অন্তর দাঁড়িয়ে বাস। কোনওটি বাদুড়িয়া, কোনওটি বারাসত, কোনওটি গাইঘাটা থেকে এসেছে।
2/5
একুশের কলকাতা পিকনিক নগরী
ততক্ষণে মঞ্চে উঠে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাই আর গিয়ে লাভ নেই। অতএব পেট পুজো!
photos
TRENDING NOW
3/5
একুশের কলকাতা পিকনিক নগরী
সব থেকে মনোরম লোকেশন ক্যাপ্টেন ভেড়িতে! বিশাল ঝিলে টলটলে জল। মাথার ওপর মেঘলা আকাশ। বৃষ্টি নেই। গরমও খুব নেই। খুব হাওয়া দিচ্ছে। ব্যাস!
4/5
একুশের কলকাতা পিকনিক নগরী
সার দিয়ে বনভোজনের মুডে দলীয় কর্মী সমর্থকরা। খাওয়া দাওয়া করে আর কি পৌঁছানো যাবে ধর্মতলা? শোনা যাবে দিদির ভাষণ?
5/5
একুশের কলকাতা পিকনিক নগরী
সলাজ হেসে প্রশ্ন এড়ালেন বাদুড়িয়ার পঞ্চায়েত নেত্রী তথা এই ৭৫ জনের টিম লিডার। ওদিকে পাতে পড়ল ভাত, ডাল, ধোঁকার ডালনা, ডিম, চাটনি। সে একেবারে জমজমাট ব্যাপার।