বিহারে ফের প্রবল বজ্রপাত! প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন
Jul 02, 2020, 18:36 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: এখনও প্রকৃতির ধ্বংসলীলা থামেনি বিহারে। আগেই ২৫ জুন ৯২ জনের মৃত্যুর খবর মিলেছিল। ফের আজ আবার বজ্রপাতে প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন।
2/5
আজ পাটনাতে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। পুর্ব চম্পারণে ৪ জনের, সমস্টীপুরে ৩ জনের ও শিবহরে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও কাতিহারে ৩ জন ও মধেপুরায় এক জনের মৃত্যু হয়েছে। পশ্চিম চম্পারণে ২ জন ও পুর্ণিয়ায় ১ এবং ঔরঙ্গাবাদেও ১ জনের মৃত্যুর খবর মিলেছে।
photos
TRENDING NOW
3/5
কয়েকদিন আগেই তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনায় রেজ অ্যালার্ট জারি করেছিল বিহার। ঝড়বৃষ্টির জেরে লন্ডভন্ড হয়ে উঠেছিল গোটা রাজ্য। তখন শুধুমাত্র গোপালগঞ্জেই মৃত্যু হয়েছিল ১৩ জনের। মোট মৃত্যু ৯০ ছাড়িয়েছিল।
4/5
প্রবল ঝড়বৃষ্টির ফলে প্রাণহানির খবরে দু:খ প্রকাশ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতের পরিবারের হাতে ৪ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করেছিলেন নীতীশ কুমার।
5/5
গত ২৫ জুনই এই প্রবল বৃষ্টিপাতের ঘটনা ঘটেছিল। টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়।