ভারত এবং পাকিস্তান দু'দেশের হয়েই ক্রিকেট খেলেছেন যাঁরা

Sep 23, 2018, 21:30 PM IST
1/4

1

ভারত এবং পাকিস্তান দু'দেশের হয়েই ক্রিকেট খেলেছেন যাঁরা

# বাইশ গজে ভারত ও পাকিস্তান লড়াই মানেই যুদ্ধের আবহ। টান টান উত্তেজনা। কিন্তু ভারত ও পাকিস্তান, দুই দেশেরই প্রতিনিধিত্ব করেছেন এমন ক্রিকেটার আছেন তিন জন। যাঁরা প্রথম জীবনে খেলেছিলেন ভারতের হয়ে। আর স্বাধীনতার পর তাঁরা খেলেছেন পাকিস্তানের হয়ে।

2/4

গুল মহম্মদ

ভারত এবং পাকিস্তান দু'দেশের হয়েই ক্রিকেট খেলেছেন যাঁরা

১. গুল মহম্মদ : লাহোরে জন্ম হয় গুল মহম্মদের। মোট নটি টেস্ট খেলেছেন তিনি। তার মধ্যে ভারতের হয়ে খেলেছেন আটটি টেস্ট আর পাকিস্তানের হয়ে একটি।

3/4

আবদুল হাফিজ কারদার

ভারত এবং পাকিস্তান দু'দেশের হয়েই ক্রিকেট খেলেছেন যাঁরা

২. আবদুল হাফিজ কারদার : ভারতের হয়ে তিনি আবদুল হাফিজ নামে তিনটি টেস্ট খেলেন। আর পাকিস্তানের হয়ে পরে আবদুল কারদার নামে আরও ২৩টি টেস্ট খেলেন।

4/4

আমির ইলাহি

ভারত এবং পাকিস্তান দু'দেশের হয়েই ক্রিকেট খেলেছেন যাঁরা

৩. আমির ইলাহি : ভারতের হয়ে একটি টেস্ট খেলেন তিনি। পাকিস্তানের হয়ে খেলেন মোট পাঁচ টেস্ট।