৩০ রকম রূপ ধরে আক্রমণ করছে করোনা, দ্রুত ঘটাচ্ছে জিনগত পরিবর্তন

Apr 23, 2020, 18:57 PM IST
1/5

রূপ বদলাচ্ছে করোনা

রূপ বদলাচ্ছে করোনা

৩০ রকম রূপ ধরে মানবজাতির উপর আক্রমণ করছে করেনাভাইরাস। বিশ্বের একেক জায়গায় একেক প্রজাতির করোনা হানা দিচ্ছে। এমনই তথ্য দিলেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক লি লেনজুয়ান।

2/5

রূপ বদলাচ্ছে করোনা

রূপ বদলাচ্ছে করোনা

সামান্য একটা ভাইরাস নাজেহাল করে ছাড়ছে গোটা বিশ্বকে। বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে মৃত্যুর তাণ্ডব চালাচ্ছে করোনা। প্রতিষেধক নেই। ফলে মৃত্যুর মিছিল দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় নেই বিজ্ঞানীদের কাছে। 

3/5

রূপ বদলাচ্ছে করোনা

রূপ বদলাচ্ছে করোনা

লেনজুয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের হ্যাংঝোউতে যেখানে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১২৫০ জন। বেশ কিছু করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা করে করোনার ১৯টি নতুন প্রজাতির খোঁজ পেয়েছেন গবেষকরা। কার্যকারিতার দিক থেকে ভিন্ন রূপ নিচ্ছে এই ভাইরাস।  

4/5

রূপ বদলাচ্ছে করোনা

রূপ বদলাচ্ছে করোনা

সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে লিখেছে, মানুষের শরীরের কোষের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখছে করোনা। বলা হয়েছে, সারা বিশ্বে ৩০ প্রজাতির করোনা হানা দিয়েছে। ভাইরাসের আক্রমণাত্মক প্রজাতি দুর্বল প্রজাতির তুলনায় ২৭০ গুণ বেশি শক্তিশালী বলে জানানো হয়েছে।

5/5

রূপ বদলাচ্ছে করোনা

রূপ বদলাচ্ছে করোনা

শক্তিশালী প্রজাতির করোনাভাইরাস মানুষের শরীরের কোষগুলো দ্রুত মেরে ফেলছে। মানুষের শরীরে ঢুকে দ্রুত জিনগত পরিবর্তন ঘটাচ্ছে এই ভাইরাস। ফলে চিকিত্সা করতে নেমে সমস্যায় পড়ছেন চিকিত্সকরা। রোগীর মধ্যে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে।