Gautam Gambhir To Be Sacked: 'এটা-ওটা করার কথা নাকি বিরাটকে বলছে গম্ভীর! ও এখনও পৌঁছয়নি সে জায়গায়, অনেক পিছিয়ে'
Mohammed Kaif SLAMS India Coach: বিরাটকে বলার মতো জায়গায় এখনও পৌঁছয়নি গৌতম গম্ভীর! ইন্ডিয়ার হেড কোচকে ছিঁড়ে খেলেন মহম্মদ কাইফ
1/5
গম্ভীর দায়িত্ব নেওয়ার ছ'মাসের ভিতরেই প্রলয়
গতবছর টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গেই রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। গতবছর ৯ জুলাই প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ এক্সে পোস্ট করে জানিয়ে দেন যে, ভারতের পরবর্তী হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। দেশের জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনার জুলাই মাসে শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নিয়েছিলেন ভারতীয় দলের। যতীন পরাঞ্জপে, অশোক মালহোত্রা এবং সুলক্ষণা নায়েকের ক্রিকেট পরামর্শদাতা কমিটি গম্ভীরেই সিলমোহর দিয়েছিল। গম্ভীর দায়িত্ব নেওয়ার ছ'মাসের ভিতরেই ভারতীয় ক্রিকেটে ঝড় উঠে গিয়েছে! একের পর এক ভরাডুবি! এবার গম্ভীরকে এক হাত নিলেন মহম্মদ কাইফ।
2/5
ইন্ডিয়ার হেড কোচকে ছিঁড়ে খেলেন মহমম্মদ কাইফ
গম্ভীরের কোচিংয়ে রীতিমতো তিতিবিরক্ত কাইফ। ভারতীয় দলের হেডমাস্টারকে ছিঁড়ে খেলেন প্রাক্তন তারকা ক্রিকেটার। কাইফ বলেন,'যিনি সেরা কোচ হন তিনি কৌশলগতভাবে উপরে থাকে। তার জানা উচিত পরিবেশ অনুযায়ী কীভাবে সঠিক একাদশ নির্বাচন করতে হয়। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে কোন দলকে খেলানো উচিত, সেটা বোঝা একমাত্র কোচেরই কাজ। এরপর প্রশ্ন, বিরাট কোহলির টেকনিক্যাল সমস্যা সমাধান! বিরাটকে ব্যাটিং সমস্যা সমাধানের জন্য বস, তুমি এটা করো বলার মতো জায়গায় এখনও পৌঁছয়নি গম্ভীর, তার আরও সময়ের প্রয়োজন। কিন্তু গম্ভীর কৌশলগত ভাবে তার খেলার শীর্ষে কখনই ছিল না। সে পিছিয়েই আছে।
photos
TRENDING NOW
3/5
কাইফ প্রশ্ন তুলেছেন দল নির্বাচন নিয়ে
গম্ভীরের খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটির কথাও তুলে ধরেছেন কাইফ। তিনি বলেছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে শুরু বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করা ভাবনা ঠিক ছিল না। কাইফ বলেন, 'আমি গম্ভীরের সংবাদ সম্মেলন দেখেছি। আমি জানতে চাইব দল ঠিক কোথায় হেরে গেল! স্যাম কনস্টাস এবং কোহলির মধ্যে যা ঘটেছে, সেখান থেকে তুমি বিন্দুমাত্র সরছ না। মোদ্দা কথা হলো, তুমি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্ট হেরেছ। তুমি ১৯ জনের দল নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলে এবং তারপর প্রথম টেস্টে জাদেজাকে খেলালে না! কেন তুমি খেলাওনি? গম্ভীরের এর ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। কিংবদন্তি অশ্বিনকে প্রথম টেস্ট খেলালে না। যাইহোক, বুমরার আমাদের প্রথম টেস্ট জিতিয়েছে। কিন্তু ভবিষ্যতে গম্ভীরকে কৌশলগত ভুলগুলি সংশোধন করতে হবে।'
4/5
এখনও পর্যন্ত গৌতম গম্ভীরের মার্কশিট!
মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতানোর পরেই, গম্ভীরকে ভারতের কোচ করার নীলনকশা তৈরি করে ফেলেছিল বিসিসিআই। গম্ভীরের নেতৃত্বে শ্রীলঙ্কায় ভারত দারুণ শুরু করে। তাদের শুরুতেই তিন ম্যাচের টি-২০ সিরিজে চুনকাম করে, তবে ওডিআই সিরিজ শ্রীলঙ্কা ২-০ জিতে নেয়। ২৭ বছরের প্রথমবার ভারতকে ওডিআই সিরিজ হারতে হয়েছিল। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জেতে। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজেও পদ্মাপারের দেশকে ভারত চুনকাম করে। এরপরেই শুরু ঐতিহাসিক লজ্জা! ভারতের ঘরে ঢুকে নিউ জিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে। এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ বিজিটি ২০২৪-২৫ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। তবে ভারতের জন্য আরও বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে যাওয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ভারতকে ছাড়া।
5/5
গৌতমের সিংহাসনও টলমল!
বিজিটি হারার পরেই গম্ভীরের সিংহাসন টলমল করছে। মনে করা হচ্ছে গম্ভীরের জায়গায় আসতে পারেন দেশের তিন প্রাক্তন নক্ষত্র। ডব্লিউভি রমন, ভিভিএস লক্ষ্মণ ও রবি শাস্ত্রীর ভিতরেই কোনও একজনকে কোচ করার কথা ভাবতে পারে বিসিসিআই। আপাতত গম্ভীর থাকছেন ভারতের হেড কোচ হিসেবেই। তবে তাঁর মেয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ 'মিনি বিশ্বকাপ', আর এখানে ভারত ভালো করতে না পারলে বিসিসিআই কিন্তু গম্ভীরকে আর রেয়াত করবে না। কারণ জিজি-র বিরুদ্ধে এখনই ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে। যেমন- খেলোয়াড়দের সঙ্গে গম্ভীরের জনসংযোগ ভালো নয়, গম্ভীরের কোচিং স্টাইলেও অনেক খেলোয়াড়রই অসন্তুষ্ট। গম্ভীরের অবস্থান এখন মোটেই নিরাপদ নয়। এখন এও জানা যাচ্ছে যে, কোচ হিসেবে মোটেই গম্ভীর পছন্দের তালিকায় প্রথমে ছিলেন না।
photos