করোনা ছড়াচ্ছে আগুনের মতো! সারা বিশ্বে আসল চিন্তার কারণ এখন 'সাবান'

Oct 17, 2020, 17:34 PM IST
1/5

সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে ভাল করে। তা হলেই ঠেকানে যাবে করোনার সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সারা বিশ্বের চিকিত্সকার সেই কথাই বারবার বলছেন। তবে এখন সেই সাবান হয়ে উঠেছে সারা বিশ্বে আসল চিন্তার কারণ।

2/5

সারা বিশ্বে আগুনের মতা ছড়াচ্ছে করোনাভাইরাস। মাস্ক ব্যবহার ও ঘন ঘন সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে পারলে সংক্রমণ ঠেকানো যেতে পারে বলে জানানো হচ্ছে। কিন্তু সমীক্ষা বলছে, সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষের সাবান ব্যবহারের সামর্থই নেই। 

3/5

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ মনিটারিং রিপোর্ট বলছে, সারা বিশ্বে এখনও ৩০০ কোটি মানুষের কাছে সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়ার মতে ব্যবস্থাই নেই। 

4/5

সেই রিপোর্ট জানাচ্ছে, বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের কাছে পরিষ্কার জল ও সাবানের জোগান প্রয়োজনমতো নেই। ইউনিসেফ-এর ভারতীয় প্রতিনিধি ডা. যসমিন আলি জানিয়েছেন, হাত ধোয়া এখন আর ব্যক্তিগত পছন্দ নয়। এটা এথন সামাজিক প্রয়োজনীয়তা। কিন্তু বিশ্বের বহু মানুষের পরিষ্কার জল ও সাবান ব্যবহার করার সুযোগই নেই। তা হলে কী করে করোনা সংক্রমণ ঠেকানো যাবে! 

5/5

সেই রিপোর্ট আরও জানিয়েছে, ভারতেই স্রেফ ৬০ শতাংশ মানুষের কাছে পরিষ্কার জল ও সাবানের জোগান রয়েছে। বাকি ৪০ শতাংশের নিয়মিত সাবান ব্যবহারের সামর্থই নেই। ২০১৯ সালের একটি রিপোর্ট জানিয়েছিল, খাওয়ার আগে গ্রামের ২৫ শতাংশ ও শহরাঞ্চলের ৫৯ শতাংশ পরিবারের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রয়েছে।