Giant Fish : সুন্দরবনের নদীতে ধরা পড়ল ৩৭ লাখি 'দৈত্যাকৃতি' মাছ

Oct 24, 2021, 11:57 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : সুন্দরবনের নদীতে ধরা পড়ল ৩৭ লাখ টাকার সুবিশাল মাছ। সুন্দরবনের কপুরা নদীতে মাছটি ধরা পড়ে।

2/6

গোসাবার সোনাগাঁ গ্রামের ৫ মৎস্যজীবী কপুরা নদীতে জাল ফেললে, তাঁদের জালেই ওঠে দৈত্যাকৃতি মাছটি। 

3/6

মাছটি ওজনে ৭৮ কিলো ৪০০ গ্রাম। মৎস্যজীবীরা জানিয়েছেন, মাছটি তেলে ভোলা প্রজাতির।

4/6

মাছটিকে নিলামের জন্য দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পাইকারি মাছ বাজারে নিয়ে আসা হয়।

5/6

সেখানেই মাছটি ৩৭ লাখ ৪৪ হাজার টাকায় বিক্রি হয়।

6/6