খাস কলকাতায় মিনি ট্রাকে তল্লাশি চালাতেই ইঞ্জিনের ভিতর মিলল প্রায় ২ কোটি টাকার সোনার বিস্কুট

| Oct 20, 2019, 19:37 PM IST
1/5

কলকাতা থেকে আবারও বিপুল পরিমাণে সোনা উদ্ধার করল ডিআরআই। গোপন সূত্রে খবর পেয়ে বিরাটিতে ডব্লিউবি ২৭১২২৭ নম্বরের একটি মিনি ট্রাক থামান তদন্তকারীরা। সুফল হালদার নামে এক ব্যক্তি বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ওই ট্রাকটি চালিয়ে আসছিলেন।

2/5

ট্রাকের ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪০টি সোনার বিস্কুট। বিদেশ থেকে পাচার হয়ে এদেশে আনা হয়েছিল সোনার বিস্কুটগুলি। মিনি ট্রাকের ইঞ্জিনের ভিতর কাপড়ে জড়িয়ে ওই সোনার বিস্কুটগুলি আনা হচ্ছিল।

3/5

উদ্ধার হওয়া বিস্কুটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

4/5

ধৃত ট্রাকচালক সুফলকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, বিরাটির বাসিন্দা মানিক শীলের কাছে এই সোনার বিস্কুটগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর। মানিকের বাড়ি থেকে সোনার বিস্কুট রাখার জন্য বিশেষভাবে তৈরি থলেও উদ্ধার করেছেন অফিসাররা।

5/5

মানিক ও সুফল দুজনকেই গ্রেফতার করেছে ডিআরআই।