ফুসফুস (Lungs) ৯০ শতাংশ বিকল, ওজন কমল ২০ কেজি! Corona-মানুষে টানাটানি চলল ১১৯ দিন

Dec 21, 2020, 17:13 PM IST
1/8

১১৯ দিনের লড়াই। শেষমেশ তাঁকে কিন্তু করোনা হারাতে পারল না। তবে মারণ ভাইরাস তাঁকে একেবারে কাহিল করে দিল বটে!

2/8

৪৭ বছর বয়সী ব্যবসায়ী চিন্তেশভাই কোনিয়াবালা। গুজরাতের সুরাটের বাসিন্দা। করোনার বিরুদ্ধে তাঁর লড়াই হয়তো অনেককে অনুপ্রেরণা জোগাবে।   

3/8

তাঁর ফুসফুসের ৯০ শতাংশ বিকল হয়ে গিয়েছিল। ৫০ দিন তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছিল। চিকিতসকরা একটা সময় তাঁকে বাঁচানোর আশা প্রায় ছেড়ে দেন।

4/8

শুধুমাত্র পজিটিভ বাতাবরণ তাঁকে বাঁচিয়ে দিল বলে মনে করছেন চিকিত্সকরা। চিন্তেশভাইয়ের পরিবারের ৩০ জন সদস্য রোজ এক জায়গায় হয়ে ভিডিয়ো কল করতেন। তাঁকে হাসানোর চেষ্টা করতেন বিভিন্ন উপায়ে।

5/8

প্রতিদিন দুবেলা পরিবারের কেউ না কেউ চিন্তেশভাইয়ের কাছে আসতেন। PPE কিট পরে তাঁর পাশে থাকতেন তাঁরা।  

6/8

করোনায় আক্রান্ত হওয়ার পর ২০ দিন তাঁর শারীরিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। এখন তো সেই ২০ দিনের কথা মনেই করতে পারেন না তিনি।  

7/8

২০ কেজি ওজন কমে গিয়েছে চিন্তেশভাইয়ের। তাঁর শরীর ঝাঁঝরা করে দিয়েছে ভাইরাস। তবে তাঁর মন ভাঙতে পারেনি। আর সেই মনের জোরেই করোনা যুদ্ধ জিতে গেলেন তিনি।

8/8

আর কয়েকদিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিত্সকরা বলছেন, পরিবারের লোকজনের সমর্থন তাঁকে বাঁচিয়ে দিল। না হলে একটা সময় চিকিত্সায় সাড়া দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন চিন্তেশভাই।