1/5
'জম্বি ভাইরাস'!
2/5
মানবদেহে সংক্রমণের আশঙ্কা
photos
TRENDING NOW
3/5
সাড়ে ৪৮ হাজার বছরের ভাইরাস!
4/5
মারবার্গ ভাইরাস
প্রসঙ্গত, ইতিমধ্যেই আফ্রিকান মহাদেশের ঘানায় চোখ রাঙাচ্ছে মারবার্গ ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে প্রতি ১০ জনে ৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, সাবধান না হলে খুব সহজেই হাতের বাইরে চলে যাবে ভয়ংকর এই ভাইরাস। হু-র মতে এই ভাইরাস আসে বাদুড় থেকে। এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে মানবদেহের ফ্লুইডের মাধ্যমে।
5/5
মারবার্গ ভাইরাসের উপসর্গ
মানব শরীরে এই ভাইরাস ঢুকলে ২-২১ দিন ধরে চলে ইনকিউবেশন পিরিয়ড। এরপরই ধুম জ্বর, মাথা ধরা, মাথা ঘোরা, বমিবমি ভাব, বুকে ব্যথা, গলায় ব্যথা, তলপটে ব্যথা, ডায়রিয়ার মতো বিভিন্ন উপসর্গ দেখা যায়। উপসর্গ একটু পুরনো হলে জন্ডিস, প্যাংক্রিয়াস ফোলা, হঠাত্ করে ওজন কমে যাওয়া, লিভারের সমস্যার সঙ্গে মাল্টি অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে।
photos