উচ্চ রক্তচাপ বা হজমের সমস্যায় মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন কেন? কাজে লাগান আদার টোটকা

| May 20, 2020, 12:51 PM IST
1/5

কাজে লাগান আদার টোটকা

কাজে লাগান আদার টোটকা

প্রতিদিন সকালে এক কাপ আদা চা খেলেই দূর হবে সর্দি, কাশি, জ্বর ও গা ব্যথা। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, ব্যাক্টেরিয়া ঘটিত যে কোনও সংক্রমণ ঠেকাতে আদার রস খুবই কার্যকরী।

2/5

কাজে লাগান আদার টোটকা

কাজে লাগান আদার টোটকা

ওজন কমানোর ক্ষেত্রে মোক্ষম দাওয়াই হতে পারে আদা। আদা ক্যালরি চটজলদি বার্ন করতে সক্ষম। তাছাড়া, আদার রস কার্বোহাইড্রেট দ্রুত হজম করায়, মেটাবলিজম রেট বাড়ায়, ইনসুলিনের নিঃসরণ বাড়ায়। ফলে ওজন সহজেই নিয়ন্ত্রণে থাকে।

3/5

কাজে লাগান আদার টোটকা

কাজে লাগান আদার টোটকা

উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে আদা অত্যন্ত কার্যকরী। এর জন্য প্রতিদিন ৭৫ থেকে ১০০ মিলিগ্রাম আদাই যথেষ্ট।

4/5

কাজে লাগান আদার টোটকা

কাজে লাগান আদার টোটকা

গরম জলের সঙ্গে আদা মিশিয়ে খেলে বাতের ব্যথাও কমে। বছর খানেক আগে একদল মার্কিন গবেষক দাবি করেন, আর্থ্রাইটিসের মতো সমস্যাও কমে যেতে পারে আদার রসে।

5/5

কাজে লাগান আদার টোটকা

কাজে লাগান আদার টোটকা

হজমের সমস্যা, বুক জ্বালা বা গ্যাস অম্বলে আদা অত্যন্ত কার্যকরী।