চুলে ভারী অলংকারের ব্যবহারের কারণেও চুল পড়ে। আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মেটলজি-র এক জার্নালে বলা হয়, ক্রাউনের মত অলংকার বিশেষ, একাধিকবার ব্যবহার করার কারণে চুলের ক্ষতি হয়।
2/5
চুলে 'হিট' দেওয়া চুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক, বলছেন বিশেষজ্ঞরা।
photos
TRENDING NOW
3/5
ভেজা চুল শুকাতে ড্রায়ারের ব্যবহারও চুল পড়ার অন্য একটি কারণ। বিশেষ করে মহিলাদের এমন অভ্যাসের কারণেই তাদের চুল পড়ার সমস্যার সম্মুখীন হতে হয়।
4/5
আপনি কি নিয়মিত ব্যাক ব্রাশ করেন? তাহলে নিজের অজান্তেই চুলের বারোটা বাজাচ্ছেন আপনি। বারবার ব্যাক ব্রাশ করার কারণে চুলের গোড়ায় টান লাগে এবং একটা সময় চুল পড়ে যায়। চুল শুষ্ক, খারাপ অবস্থায় থাকলে একেবারেই উল্টে চুল আচরানো উচিত নয়, এমনই মত সিংহ ভাগ বিশেষজ্ঞদের।
5/5
চুল পড়ার সবথেকে বড় কারণগুলির অন্যতম একটি হল খুব চেপে চুল বাঁধা। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন একেবারে চেপে চুল বাঁধলে, চুল পড়ে। চিকিৎসকরা জানাচ্ছেন, এতে না কি চুলের গোড়া আলগা হয়ে যায়। আর সে কারণেই চুল পড়ে।