1/6
সমীরকুমার সিনহা, সংরক্ষণবিদ
2/6
ধ্বস্ত পাখিদল
photos
TRENDING NOW
3/6
পরিবেশ প্রকৃতি
4/6
অসুখ কোথায়?
কিন্তু একটা জায়গায় পাখির সংখ্যা নিয়মিত কমছে এটা জানতে গেলে আগে তো সেখানে কতগুলি পাখি ছিল, সেটা জানতে হয়। কোনও সংরক্ষণমূলক ব্যবস্থা নিতে গেলেও সেটা জানা জরুরি। দেখা গেল সেই হিসেবটাই খুব পরিষ্কার নয়। তবে ডিম যে নষ্ট হচ্ছে সেটা মোটামুটি পরিষ্কার। অনেক কাঠখড় পুড়িয়ে জানা গেল, মোটামুটি ৭০০ পাখিতে এসে ঠেকেছে সংখ্যাটা।
5/6
হাতে হাত মিলিয়ে
পূর্ব উত্তর প্রদেশের বরবাঁকি, বলরামপুর, ফৈজাবাদ, কুশীনগর, শাহজাহানপুরের মতো জেলাগুলির ৪০ জন কৃষকের কাছে পৌঁছে গেলেন সমীরকুমার। সময়টা ২০১৩ সাল। তিনি তাঁদের সঙ্গে কথা বললেন, সমস্যাটা চিহ্নিত করলেন এবং সংররক্ষণের পথ বাতলে দিলেন। তাঁর এই কাজে তাঁর সহায়ক হল উত্তর প্রদেশ বন দফতর, স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র, এবং কিছু এনজিও। আর্থিক সাহায্য দিল World Land Trust।
6/6
সাফল্য
photos