দুর্নীতি বেড়েছে দেশে, গতবছরের চেয়ে ১১ শতাংশ বেশি ঘুষ: সমীক্ষা ছ

Oct 12, 2018, 21:20 PM IST
1/11

বেলাগাম দুর্নীতি

cor_11

দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে মোদী সরকার। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের মতো কড়া সিদ্ধান্তও নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দুর্নীতিকে বাগে আনা যাচ্ছে না। অন্তত তথ্য সে কথাই বলছে। 

2/11

বেলাগাম দুর্নীতি

cor_10

দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে মোদী সরকার। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের মতো কড়া সিদ্ধান্তও নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দুর্নীতিকে বাগে আনা যাচ্ছে না। অন্তত তথ্য সে কথাই বলছে। 

3/11

বেলাগাম দুর্নীতি

cor_9

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার সমীক্ষা বলছে, গত একবছরে দেশের ৫৬ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে ঘুষ দিয়েছেন। ১.৬০ লক্ষ লোকের মতামত নিয়ে করা হয়েছে এই সমীক্ষা।  

4/11

বেলাগাম দুর্নীতি

cor_8

দুর্নীতিতম দেশের তালিকায় ৭৯ নম্বর থেকে ৮১তম স্থানে নেমে গিয়েছে ভারত।  

5/11

বেলাগাম দুর্নীতি

cor_7

গতবছর সমীক্ষা অনুযায়ী, ৪৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে ঘুষ দিয়েছিলেন। এবছর তা বেড়ে পৌঁছে গেল ৫৬ শতাংশে। 

6/11

বেলাগাম দুর্নীতি

cor_6

সমীক্ষায় ৫৮ শতাংশ মানুষ দাবি করেছেন, তাঁদের রাজ্যে দুর্নীতিবিরোধী হেল্পলাইন নেই। এই ধরনের কোনও হেল্পলাইনের কথা জানেনই না ৩৩ শতাংশ মতদাতা।

7/11

বেলাগাম দুর্নীতি

cor_5

ঘুষ দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই লেনদেন হয়েছে নগদে। ৩৯ শতাংশই নগদে মেটানো হয়েছে। ২৫ শতাংশ এজেন্টের মাধ্যমে দিয়েছেন সাধারণ মানুষ। 

8/11

বেলাগাম দুর্নীতি

cor_4

সবচেয়ে বেশি ঘুষ নিয়েছেন পুলিস কর্মীরা। ২৫ শতাংশ ঘুষই উর্দিধারীদের দিতে হয়েছে। তারপর পুরসভা কর্মী, সম্পত্তি রেজিস্ট্রেশন অফিস ও অন্যান্য সরকারি কাজে ঘুষ দিয়েছেন আম আদমি। 

9/11

বেলাগাম দুর্নীতি

cor_3

২০১৭ সালে ৩০ শতাংশ ঘুষ নিয়েছিলেন পুলিস কর্মীরাই। ২৭ শতাংশ পুরসভা ও সম্পত্তি রেজিস্ট্রেশন দফতর।   

10/11

বেলাগাম দুর্নীতি

cor_2

৩৬ শতাংশ মানুষের দাবি, কাজ হাসিলের জন্য ঘুষই একমাত্র পথ। 

11/11

বেলাগাম দুর্নীতি

cor_1

গতবছর ৪৩ শতাংশ মানুষ জানিয়েছিলেন তাঁরা ঘুষ দেননি। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯।