সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি, কী কী সুবিধা পাবেন জানেন?

Sep 28, 2018, 19:51 PM IST
1/7

সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি

5g is coming soon 1

টু জি, থ্রি জি, ফোর জি। এবার ফাইভ জি। নেট দুনিয়ায় যেন বিবর্তন চলছে। ফাইভ জি এলে হাজারো সুবিধা। দেখে নেওয়া যাক সেগুলো।

2/7

সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি

5g is coming soon 2

সম্ভাবনা যা, সামনের বছরই বাজারে চলে আসতে পারে ফাইভ জি।

3/7

সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি

5g is coming soon 3

ফোর জির থেকে প্রায় ১০০ গুণ বেশি স্পিড হবে ফাইভ জির। ফলে বাফারিং হওয়ার আর কোনও অবকাশ থাকবে না। নিমেশে ডাউনলোড করা যাবে বড় বড় ফাইল।

4/7

সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি

5g is coming soon 4

ফোর-জির তুলনায় ফাইভ-জি কম পাওয়ার কনজামশন করবে। যার ফলে ব্যাটারি ড্রেন হবে কম। ফোনের ব্যাটারি দীর্ঘজীবী হবে। 

5/7

সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি

5g is coming soon 5

ফাইভ-জির মাধ্যমে ড্রোন ব্যবহার আরও সহজ হবে। কোনও দূরবর্তী অঞ্চলে প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে দেওয়া যাবে ড্রোনের মাধ্যমে। 

6/7

সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি

5g is coming soon 6

দুর্গম পাহাড়ি এলাকা হোক বা মাটির নিচে কোনও জায়গা, ফাইভ-জি এলে অনায়াসে যে কোনও জায়গা থেকে যোগাযোগ রক্ষা করা সম্ভব।

7/7

সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি

5g is coming soon 7

রিমোটে চালিত বিভিন্ন মেশিন চালানো যাবে এই নেটওয়ার্কের মাধ্যমে। এছাড়া রিমোট চালিত গাড়িও চালানো সহজ হবে।