এভারেস্টেও এবার মিলবে ৫জি পরিষেবা

May 02, 2020, 19:34 PM IST
1/5

1

1

এভারেস্ট অভিযাত্রীরা এবার পাবেন মোবাইল ফোনের ৫জি সিগন্যাল। তিব্বতের দিকে হিমালয়ে ৬৫০০ মিটার উচ্চতায় বৃহস্পতিবার চালু হয়েছে ৫জি পরিষেবা।

2/5

2

2

বেস স্টেশন ছাড়া ৫৩০০ মিটার ও ৫৮০০ মিটার উচ্চতায় চালু হয়েছে ওই পরিষেবা। জানিয়েছে জিনহুয়া নিউজ এজেন্সি।

3/5

3

3

গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযাত্রী ও গবেষকরা ওই ৫জি পরিষেবা থেকে উপকৃত হবেন। পরিষবাটি চালু করেছে হুায়াই ও চায়না মোবাইল।

4/5

4

4

চায়না মোবাইলের তিব্বত ব্রাঞ্চের প্রধান জাউ মিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৫জি পরিষবো বাণিজ্যকভাব চালু করে দিলে  পর্বত অভিযাত্রী, পর্যটক ও এলাকার মানুষ এর থেকে উপকৃত হবেন।

5/5

5

5

চিনা হুায়াই, চায়না টেলিকম স্ংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ওই পরিষবা চালু করেছে। ওই দুই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,৫৩০০ মিটার উচ্চতায় ৫জি-র ডাউনলোড স্পিড হবে ১.৬৬ গিগাবাইটের বেশি। অন্যাদিকে আপলোড স্পিড হবে ২১৫ এমবিপিএস।