1/8
2/8
photos
TRENDING NOW
3/8
সুরেশ রায়না- আইপিএলের সেরা ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন রায়না। তিনি ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। আউট অব ফর্ম থাকায় দল থেকে ছিটকে গিয়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়ে যেভাবে কামব্যাক করেছেন, তাতে নির্বাচকরাও তাঁকে নিয়ে ভাবতে বাধ্য হবে। সুরেশ রায়না শেষ একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন ২৫ অক্টোবর, ২০১৫।
4/8
5/8
লোকেশ রাহুল- ভারতীয় দলে শিখর, রোহিতের পর ক্যাপ্টেন কোহলির পছন্দের ওপেনার ইনিই। টেস্ট তো বটেই, একদিনের আন্তর্জাতিকেও এই ক্রিকেটার নির্বাচকদের গুড বুকেই আছেন। রাহানের সঙ্গে প্রতিযোগীতায় রাহুল বরাবরই থেকেছেন কঠিন প্রতিপক্ষ। সেক্ষেত্রে রাহানে, রাহুল দু'জনই দলে থাকলে জায়গা নাও পেতে পারেন ২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ।
6/8
কেদার যাদব- ভারতীয় দলের এই ব্যাটসম্যান অনেকের মতেই 'ছোটা প্যাকেট বড়া ধামাকা'। মিডল ওভারে এক আধ ওভার হাত ঘোরানোর সঙ্গেই ভারতীয় দলের ফিনিশারের ভূমিকাতেও দেখা যায় কেদারকে। তাঁর সাইড আর্ম স্পিন বোলিং ইতিমধ্যেই বেশ ভাল রকম চর্চায়। যদিও কেদারকে দলে রাখা হয়, ব্যাটিংকে শক্তপোক্ত করতেই। ৪০ ম্যাচে কেদারের সংগ্রহ ৭৯৮। এর মধ্যে রয়েছে কয়েকটি ম্যাচ উইনিং ইনিংসও। কেদার যাদবের স্ট্রাইকরেট ১০৯.০১, গড় ৩৯.৯০।
7/8
8/8
দীনেশ কার্তিক- ধোনির পরিবর্ত হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দে থেকেছেন দীনেশ কার্তিক। ডানহাতি এই ব্যাটসম্যান সেভাবে নজর না কাড়লেও ভারতীয় দলের নির্বাচকরা তাঁকে অগ্রাধিকার দিয়েছ। এমনকী, বিরাট কহোলিও তাঁকে একাধিকবার দলে রেখেছেন এবং ভরসা করেছেন। ২০১৯ বিশ্বকাপে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে দীনেশ থাকলে যুবরাজের কামব্যাক আরও কঠিন হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের।
photos