Women Health: ওষুধ না খেয়েও কমবে পিরিয়ডের ব্যথা; জেনে নিন ৭ ঘরোয়া উপায়
পিরিয়ড চলাকালীন নানান সমস্যার সম্মুখীন হন মহিলারা। এ সময় খিটখিটে মেজাজ, মাথাব্যথা,তলপেটে ব্যথা, শরীরে ব্যথা তো দেখা দেয়ই। তবে কারও কারও ক্ষেত্রে পেট ব্যথা সহ্যসীমা পার করে যায়। এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে ওষুধ খেয়ে থাকেন। তবে এই সময় ব্যথা কমানোর ওষুধ খেলে শরীরের ক্ষতি হতে পারে। তাই ব্যথা বা ক্র্যাম্প থেকে মুক্তি পাওয়ার জন্য এই ৭ ঘরোয়া উপায়ের ওপর জোর দেওয়া ভালো।
1/7
আরামদায়ক পোশাক পরুন
photos
TRENDING NOW
3/7
জোয়ান
4/7
হাইড্রেটেড থাকুন এবং সুষমখাদ্য খান
7/7
গরম জলের সেঁক
এই সময় গরম জলের সেঁক দিতে পারেন। হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন। যদি হট ওয়াটার ব্যাগ না থাকে, তাহলে একটি জলের বোতলে গরম জল ভরেও সেঁক দিতে পারেন, এতে আপনার পেট ব্যথা কমবে। যাইহোক, যদি আপনার পিরিয়ডের ব্যথা বা ক্র্যাম্প গুরুতর হয় তাহলে আপনার ডাক্তারের কথা বলুন। তখন তাঁরা আপনাকে অন্যান্য চিকিৎসার পরামর্শ দেবেন।
photos