সাধারণ মনে হলেও গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতি করতে পারে এইসব জিনিস

Nov 01, 2018, 21:07 PM IST
1/8

S 8

S 8

গর্ভাবস্থায় ধুমপান, মদ্যপান সহ বেশকিছু জিনিস এড়িয়ে চলার পরামর্শ দেন চিকতসকরা। পাশাপাশি আরও কিছু সাধারণ বিষয় রয়েছে তা এড়িয়ে চলাই ভালো। জেনে নিন এমন ৭টি জিনিস।

2/8

s 7

s 7

এই সময়ে ট্যাটু করা এড়িয়ে চলাই ভালো। এতে বাড়তে পারে হেপাটাইটিস বি-র সম্ভাবনা।

3/8

s 6

s 6

চুলে ডাই করা উচিত নয়। এতে ডাইয়ের রাসায়নিক ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে।

4/8

S 5

S 5

অত্যাধিক কফি গর্ভবতী মহিলাদের ক্ষতি করতে পারে। কফির মধ্যে থাকা ক্যাফিন মিসক্যারেজও ঘটিয়ে দিতে পারে।

5/8

S 4

S 4

সাধারণ প্লাস্টিকের বোতলে(ইউজ অ্যান্ড থ্রো) জল না খাওয়াই ভালো। এতেও বাড়ে মিসক্যারেজের সম্ভাবনা।

6/8

S 3

S 3

গর্ভাবস্থায় রক্ত না দিলে ভালো হয়। এতে দেহে আয়রনের অভাব হতে পারে। দেখা দিতে পারে অ্যানিমিয়াও।

7/8

S 2

S 2

এই সময় মাইক্রোওভেন থেকে কিছুটা দূরে দাঁড়িয়েই কাজ করা ভালো। ওভেনের রেডিয়েশন খাবারের মতো আমাদের টিস্যুকেও উত্তপ্ত করে।

8/8

s 1

s 1

ডিমজাত খাবার খাওয়ার ব্যাপারে সাবধান থাকা ভালো। কাঁচা বা আধসেদ্ধ ডিম ইনফেকশান তৈরি করতে পারে।