শরীর টক্সিন মুক্ত করতে অবশ্যই পাতে রাখুন এই খাবারগুলি

| Aug 11, 2019, 13:41 PM IST
1/8

রসুন

রসুন

রসুন আমাদের গল ব্লাডার, লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে হাড় ও পেশির ব্যথা কমায়।

2/8

ডাল

ডাল

শরীরের প্রোটিনের প্রয়োজন মেটানোর পাশাপাশি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে ডাল। তাই ডাল প্রতিদিনের ডায়েটে রাখুন।

3/8

আখরোট

আখরোট

আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা লিভার পরিষ্কার রাখে এবং মস্তিষ্ককে উজ্জীবিত করে তুলতে সাহায্য করে।

4/8

হলুদ

হলুদ

প্রতিদিন পাতে রাখুন হলুদ। কারণ, হলুদ লিভার পরিষ্কারের পাশাপাশি রক্ত পরিশোধনে সাহায্য করে।

5/8

আঙুর

আঙুর

প্রতিদিন অন্তত একমুঠো আঙুর খেতে পারলে তা রক্তে কোলেস্টেরলের মাত্রা সহজেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

6/8

শশা

শশা

শশা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে ক্ষতিকারক পদার্থ শরীর থেকে বের করে দিয়ে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে।

7/8

ব্রকোলি

ব্রকোলি

প্রতিদিন পাতে রাখুন ব্রকোলি। আমাদের শরীরকে ডিটক্স করতে ব্রকোলি অত্যন্ত কার্যকরী।

8/8

লাল ক্যাপসিকাম

লাল ক্যাপসিকাম

লাল লঙ্কা বা লাল ক্যাপসিকাম ঘামে মধ্যে দিয়ে আমাদের শরীরের ক্ষতিকারক পদার্থ বাইরে বের করে দিয়ে শরীরকে ডিটক্স করতে সাহায্য করে।