‘দম মারো দম’ গানের জন্য প্রথমে ভাবাই হয়নি আশা ভোঁসলের কথা!

| Sep 08, 2019, 14:29 PM IST
1/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

৮ সেপ্টেম্বর, আজ আশা ভোঁসলের ৮৬তম জন্মদিন। আসুন জেনে নেওয়া যাক প্রবাদপ্রতিম এই শিল্পীর সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য...

2/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

১৯৩৩ সালে আজকের দিনে মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্মগ্রহন করেন আশা।

3/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

মাত্র ১০ বছর বয়সে ১৯৪২ সালে মারাঠি চলচ্চিত্র ‘কিতি হাসাল’-এর জন্য দিদি লতা মঙ্গেশকারের সঙ্গে প্রথম প্লে ব্যাক করেন আশা।

4/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

সাড়ে ন’শোরও বেশি ছবিতে গান গেয়েছেন আশা। বাংলা, হিন্দি, মারাঠি, ওড়িয়া-সহ একাধিক আঞ্চলিক ভাষায় ১২ হাজারেরও বেশি গান তিনি।

5/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির অন্যতম জনপ্রিয় গান ‘দম মারো দম’-এর জন্য প্রথমে কথা হয়েছিল উষা উত্থুপ আর লতা মঙ্গেশকারের সঙ্গে। সেই মতো রিহার্সালও হয়েছিল। পরে আশা ভোঁসলেকে বেছে নেন রাহুল দেব বর্মন।

6/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির অন্যতম জনপ্রিয় গান ‘দম মারো দম’ নাকি প্রথমে পছন্দই হয়নি অভিনেতা দেব আনন্দের। পরে তিনি রাজি হলে জিনাত আমনের লিপে দৃশ্যায়িত হয় ‘দম মারো দম’।

7/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

আশা ভোঁসলের গাওয়া ‘দম মারো দম’ গানটি সে বছর ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছিল।

8/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

আশা ভোঁসলে এ পর্যন্ত ৭টি ফিল্ম ফেয়ার পুরস্কার, ২টি জাতীয় পুরস্কার পেয়েছেন। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। ২০০৮ সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করা হয়।

9/9

জন্মদিনে আশা ভোঁসলে

জন্মদিনে আশা ভোঁসলে

আবুধাবি, দুবাই, বার্মিংহামে রেস্টুরেন্ট রয়েছে আশা ভোঁসলের যেখানে তাঁর নিজের তৈরি ২০-২২টি রেসিপির রান্না পরিবেশিত হয়।