৮০% অব্যর্থ নিশানায় বোমা নিক্ষেপ এয়ার স্ট্রাইকে, উপগ্রহচিত্র দিল বায়ুসেনা

Mar 06, 2019, 19:52 PM IST
1/5

বালাকোটে এয়ার স্ট্রাইকে নির্দিষ্ট লক্ষ্যে বোমা মারায় ৮০ শতাংশ সফল ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, নির্দিষ্ট প্রমাণপত্র সরকারের হাতে তুলে দিয়েছে বাহিনী। 

2/5

পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় বায়ুসেনা। ওই এয়ার স্ট্রাইকে ধ্বংস হয় জইশ-এ-মহম্মদের জঙ্গিঘাঁটি। বায়ুসেনা দাবি করেছিল, লক্ষ্যে আঘাত হানতে সফল হয়েছে তারা। কিন্তু কয়েকটি বিদেশ সংবাদমাধ্যমের প্রতিবেদন ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। 

3/5

সূত্রের খবর, বালাকোটে মিরাজ ২০০০ যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল ইজরায়েলি স্পাইস ২০০ প্রিসিশন বোমা। ভিতরে ঢুকে আঘাত হানে সেটি। 

4/5

সূত্রের খবর, সরকারের কাছে তথ্যপ্রমাণ তুলে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাতে বলা হয়েছে, বোমা ৮০ শতাংশ লক্ষ্য ভেদ করতে সফল হয়েছে। বাকি ২০ শতাংশ সম্ভাব্যতার উপরে ছাড়া হয়েছে। উপগ্রহ চিত্র সরকারের হাতে তুলে দিয়েছে বায়ুসেনা।   

5/5

পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশের গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশের মাদ্রাসায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ওই মাদ্রাসায় জঙ্গিদের প্রশিক্ষণ দিত জইশ।