Jalpaiguri: সাতসকালে গ্রামে আতঙ্ক, উদ্ধার ১২ ফুট লম্বা অজগর

May 27, 2022, 12:00 PM IST
1/5

কত লম্বা অজগর?

what is the size of the python?

ফের লোকালয় থেকে উদ্ধার প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপ।

2/5

কোথায় পাওয়া গেল অজগর

where was the python found

শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের উত্তর কাঠুলিয়া গ্রামের কৃষকের ফুলবাগানের জালে আটকে পড়ে বিশালাকার এই অজগর।

3/5

কে প্রথম দেখেন?

who saw it first?

এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই ভিড় জমান। খবর দেওয়া হয় বনদপ্তর কে।

4/5

আসেনি বনদফতর

forest department did not come

কিন্তুবনদফতরের কোনও সাড়া না পাওয়ায় অবশেষে ধুপগুড়ির একটি পরিবেশ প্রেমী সংস্থা কে খবর দেওয়া হলে তারা এসে বিপদ মুক্ত করে তোলে এরপরে সেটিকে বস্তাবন্দি করা হয়। 

5/5

কোথায় পাঠানো হবে সাপটিকে

where will the snake be sent

বস্তাবন্দি সাপটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে বলে পরিবেশ প্রেমীরা জানান।