PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

Feb 14, 2019, 13:30 PM IST
1/7

PUBG

PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

প্লেয়ারস আননোন ব্যাটেলগ্রাউন্ড বা PUBG. নেটিজেন থেকে সিটিজেন, সকলেই যে অনলাইন গেমকে পাবজি নামে এক ডাকে চেনে।

2/7

জোর চর্চা

PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

ব্লু হোয়েলের মতো এই গেমেরও খারাপ দিকগুলি নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র। এমনকী, এ নিয়ে অভিযোগ শুনতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।

3/7

ইতিবাচক দিক

PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

কিন্তু এই গেমের বোধহয় ইতিবাচক দিক রয়েছে। অন্তত মিশরের নউর আল হাসিসের গল্প শুনলে তেমন মনে হতেই পারে।

4/7

খেলতে খেলতে প্রেম

PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

পাবজি খেলতে খেলতে প্রেমে পড়েছেন তিনি। অনলাইন গেমের সহযোদ্ধাকেই তিনি চান সহধর্মিনী বানাতে।

5/7

বাগদান পর্ব

PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

তাই বেশি দেরি না করে ভ্যালেন্টাইন ডে-র আগেই সেরে ফেলেছেন বাগদান পর্ব। সেই ছবি ট্যুইটারে দিয়ে সগর্বে লিখেছেন, “পাবজি দিয়ে শুরু করে আজ আমরা এতদূর।”

6/7

গেমিং সাইটে প্রেম

PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

ফেসবুক-ট্যুইটারে প্রেম বিনিময় আগেই হয়েছে। কিন্তু অনলাইন গেমিং সাইটে প্রেম বোধহয়ের শুভ-পরিণতি বোধহয় এই প্রথম।

7/7

শুভেচ্ছার বন্যা

PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

তাই নেটিজেনরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন হাসান ও তাঁর বাগদত্তাকে। কেউ কেউ লিখেছেন, “ উইনার উইনার চিকেন ডিনার।”