1/6
2/6
আধার PVC কার্ড কী? এই কার্ডে থাকছে QR কোড সঙ্গে ফোটো, ডেমোগ্রাফিক তথ্যের সঙ্গে মাল্টিপেল সিকিউরিটি ফিচার থাকছে। uidai.gov.in এ যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। সাইটে গিয়েছে আধার নম্বর, ভার্চুয়াল আইডি ও এনরোলমেন্ট আইডি দিয়ে আধার PVC কার্ডের জন্য নথিভুক্ত করতে হবে। যার জন্য চার্জ লাগবে ৫০ টাকা। আপনার বাড়ির ঠিকানায় স্পিড পোস্ট মারফত পৌঁছে যাবে আধার PVC কার্ড।
photos
TRENDING NOW
3/6
4/6
6/6
photos