Aadhaar-Ration Card Linking Date: তারিখ কিন্তু শেষ হয়ে আসছে! জেনে নিন, আধার-রেশন কার্ড লিংকের লাস্ট ডেট...

Aadhaar-Ration Card Linking Date: ব্যক্তিগত নথিপত্রের লিংকিং মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আদতে হয়তো সুবিধাই হবে, কিন্তু প্রাথমিক ভাবে এর জন্য যে ঝামেলাটা পোহাতে হয়, তাতে অনেকেই তিতিবিরক্ত হয়ে যায়।

| Jun 12, 2024, 18:16 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখন ব্যক্তিগত নথিপত্রের লিংকিং একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আদতে হয়তো সুবিধাই হবে, কিন্তু প্রাথমিক ভাবে এর জন্য যে ঝামেলাটা পোহাতে হয়, তাতে অনেকেই তিতিবিরক্ত হয়ে যায়। যেমন ঘটেছিল প্যান-আধার লিংকের সময়ে। খুবই সমস্যা তৈরি হয়েছিল। অনেকেই খুব মসৃণ ভাবে কাজটি করতে পেরেছিলেন। কিন্তু অনেকেই আবার বিষয়টি নিয়ে খুব অপ্রস্তুত ছিলেন। 

1/6

আধার-রেশন লিংক

বেশ কিছু দিন আগে সরকার আধারের সঙ্গে রেশন কার্ড লিংক করানোর নির্দেশ দিয়েছিল। 

2/6

পূর্ববর্তী

এর দিনও নির্দিষ্ট ছিল। আগামী ৩০ জুন সেই দিন। 

3/6

ডেডলাইন

তবে, সম্প্রতি এ নিয়ে নতুন করে সিদ্ধান্ত হয়েছে। এই সময়সীমা বাড়ানো হয়েছে। 

4/6

নোটিস

ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ এ বিষয়ে একটি নোটিস জারি করেছে।

5/6

কী কী লাগবে

সেখানে জানানো হয়েছে, কী কী লাগবে, কাজটির জন্য। রেশন কার্ডের ফোটোকপি, যাঁর রেশন-আধার লিংক করানো হবে তাঁর আধারের ফোটোকপি, যাঁর রেশন-আধার লিংক করানো হবে তাঁর যিনি 'হেড অফ দ্য ফ্যামিলি' সেই ব্যক্তির আধারের ফোটোকপি, ব্যাংকের পাসবইয়ের ফোটোকপি, যাঁর রেশন-আধার লিংক করানো হবে তাঁর যিনি 'হেড অফ দ্য ফ্যামিলি' সেই ব্যক্তির দুটি পাসপোর্ট-সাইজ ফোটো।

6/6

লাস্ট ডেট

ওই নোটিসে এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, কবে শেষ হচ্ছে আধার-রেশন লিংকের তারিখ। সেটি নির্ধারিত হয়েছে ৩০ সেপ্টেম্বর।