Rashmika Mandanna: 'সিকন্দর' ছবির জন্য জোরকদমে চলেছে রশ্মিকার প্রস্তুতি। কিন্তু হঠাতই দুঃসংবাদ। জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী।
Jan 10, 2025, 17:04 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা বিনোদন জগত জুড়ে এখন শুধুই পুষ্পা ছবির জয়জয়কার। ইতোমধ্যেই ছবির দুর্দান্ত সাফল্য নিয়ে উর্ধ্বগগনে ছুটছে অভিনেত্রী রশ্মিকা মন্দানার জনপ্রিয়তা। অন্যদিকে, সলমানের খানের বহু প্রত্যাশিত ছবি 'সিকন্দর'-এও তাঁকে দেখা যাবে।
2/6
ছবির প্রস্তুতিও চলছে জোরকদমে। তারই মাঝে এল দুঃসংবাদ। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, জিমে ব্যায়াম করার সময় গুরুতর চোট পেয়েছেন রশ্মিকা। যার ফলে সাময়িকভাবে তাঁর শ্যুটিং স্থগিত করা হয়েছে।
photos
TRENDING NOW
3/6
রশ্মিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, অভিনেত্রী এখন বিশ্রামে আছেন। খুব শীঘ্রই সেটে কাজ শুরু করবেন।
4/6
এর আগে, জানা গিয়েছিল সলমান এবং রশ্মিকা 'সিকন্দরের' শেষ শিডিউলের শ্যুটিং মুম্বইয়ে করবেন।
5/6
প্রসঙ্গত, 'সিকন্দর'-এ সলমান, রশ্মিকার পাশাপাশি কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ এবং অঞ্জিনি ধাওয়ানকে দেখা যাবে। এটি চলতি বছরের মার্চ মাসে অর্থাৎ ইদে মুক্তি পেতে চলেছে।
6/6
'সিকন্দর' ছাড়াও রশ্মিকার ঝুলিতে একাধিক ছবি। অভিনেত্রীকে আয়ুষ্মান খুরানার সঙ্গে 'থামা' ছবিতে এবং ভিকি কৌশলের সঙ্গে 'ছাভা' ছবিতে দেখা যাবে।