1/11
2/11
photos
TRENDING NOW
3/11
ছবিই অবনীন্দ্রনাথের মূল উপজীব্য। তবে শিল্পের অনেকগুলি ধারাতেই নিষিক্ত করেছিলেন নিজের মন। ১৮৯০ সালে প্রতিষ্ঠিত 'খামখেয়ালি সভা'র সভ্য হয়ে অবনীন্দ্রনাথ কবিতাও পড়েছেন, নাটকও করেছেন। ১৮৯৬ সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এই মর্যাদা লাভ করেন। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ ও রানি মেরি ভারত ভ্রমণে এলে আর্ট গ্যালারি পরিদর্শনের সময় তাঁদের ওরিয়েন্টাল আর্ট সম্পর্কে বোঝাবার দায়িত্ব পান। ১৯১৩ সালে লন্ডনে অবনীন্দ্রনাথের চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে তাঁকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করে। ১৯৪১ থেকে ১৯৪৫ পর্যন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্যের দায়িত্বও পালন করেন।
4/11
5/11
শিল্পগুরু অবনীন্দ্রনাথের ভারতীয় রীতিতে আঁকা প্রথম চিত্রাবলী 'কৃষ্ণলীলা-সংক্রান্ত'। এই রীতির দিক দিয়ে বলতে গেলে তিনি চিত্রশিল্পের ক্ষেত্রে এই ধারার জন্মদাতা। ১৮৯৫ সাল নাগাদই অবনীন্দ্রনাথ প্রথম ছবি নিয়ে নিরীক্ষা শুরু। ১৮৯৭ সালে আঁকেন শুক্লাভিসার--রাধার ছবির সঙ্গে উৎকীর্ণ গোবিন্দদাসের পঙ্ক্তিমালা, যা ছিল পাশ্চাত্য ভঙ্গির সঙ্গে ভারতীয় রীতির নবতর সংশ্লেষণ।
7/11
8/11
9/11
10/11
11/11
photos