প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, কলকাতায় পা দিয়ে 'স্পিকটি নট' অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!

| Oct 22, 2019, 21:50 PM IST
1/6

সুতপা সেন: নোবেলপ্রাপ্তির পর কলকাতায় পা রাখলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে নোবেলজয়ীকে অভ্যর্থনার বার্তা। তবে সাংবাদিকদের এড়িয়ে গেলেন নোবেলজয়ী। প্রধানমন্ত্রী সতর্ক করেছেন বলেই কি?   

2/6

কলকাতা বিমানবন্দরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। কিন্তু বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে চাননি নোবেলজয়ী। 

3/6

এরপর বালিগঞ্জের বাড়িতেও সাংবাদিকদের সঙ্গে কথা বলার আয়োজন ছিল। কিন্তু সেখানেও সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন নোবেলজয়ী বঙ্গসন্তান। 

4/6

এরপর উপর থেকে বাইরে অপেক্ষারত সাংবাদিকদের বলে পাঠান, তিনি ক্লান্ত। গলায় ব্যথা। তাই কথা বলতে পারবেন না। 

5/6

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিনব অভিজ্ঞতা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর নোবেল জয়ের পর থেকে মোদী বনাম অভিজিৎ দ্বন্দ্বের প্রচার চলছে। সেটাই রসিকতা করে অভিজিৎকে মোদী বলেছেন, আপনার মুখ থেকে মোদীবিরোধী বক্তব্য বের করতে চাইছে সংবাদমাধ্যম।

6/6

মস্করা করে প্রধানমন্ত্রী সতর্ক করেছেন বলেই কি সাংবাদিকদের এড়িয়ে গেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।