1/7
2/7
photos
TRENDING NOW
3/7
5/7
অভিষেক বলেন, '২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। বহরমপুরের কোন বুথে কতটা উন্নয়নের ডালি দিয়ে মানুষের কাছে গিয়েছেন অধীর? ২০১৪ থেকে ২০২৪, এক বারও বিজেপির কাছে দরবার করেননি। রাহুল, সোনিয়া, খাড়গে যখন মমতা বন্দ্য়োপাধ্যায়কে পাশে বসিয়ে ইন্ডিয়ার বৈঠক করছেন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপন্ত করছেন'।
6/7
7/7
বাংলায় এবার ৪২ আসনে একাই লড়ছে তৃণমূল। অভিষেক বলেন, 'রাজ্যজুড়ে আমাদের লড়াই সরাসরি বিজেপি বিরুদ্ধে, কিন্তু বহরমপুরে লড়াই বিজেপি প্রার্থী ও তাঁর জামি প্রার্থীর বিরুদ্ধে। অধীর চৌধুরী ৬ মাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে দাঁড়ালে সবার আগে ভোট তিনি দেবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে। অধীর নিজেই বিজেপিকে ভোট দিলে,আপানার কেন কংগ্রেসকে ভোট দেবেন'?
photos