'পথের পাঁচালী'র নেপথ্যের গল্প অনীকের ছবিতে, আজ থেকে শুরু যাত্রা
Jul 21, 2021, 22:59 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান'-এ সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করছেন 'কিউ'। এবার 'পথের পাঁচালী'র চলচ্চিত্রের স্রষ্টাকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অনীক দত্ত।
2/7
ছবির নাম 'অপরাজিত'। মুখ্য ভূমিকায় অর্থাৎ সত্যজিৎ রায় হতে চলেছেন আবীর চট্টোপাধ্যায়। পরিচালক নিজেই ফেসবুক পোস্টে তা স্পষ্ট করে দিয়েছেন। প্রথমবার আবীরকে চিত্রনাট্য পড়ে শোনালেন অনীক।
photos
TRENDING NOW
3/7
ছবির প্রেক্ষাপট 'পথের পাঁচালী'র নির্মাণ। এই ছবির সঙ্গে জুড়ে রয়েছে বাস্তবের নানা টুকরো কাহিনি। ছবিটি সম্পূর্ণ করা নিয়েই আশঙ্কা তৈরি হয়েছিল। আর্থিক-সহ বিবিধ বাধার মুখে পড়েছিলেন সত্যজিৎ। সেই সব অজানা কাহিনি থাকবে অনীকের ছবিতে।
4/7
শোনা গিয়েছে ছবিতে সত্যজিৎ-জায়া হতে চলেছেন সায়নী ঘোষ। কিশোর কুমারের ভূমিকায় অভিনয় করতে পারেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সর্বজয়া হতে পারেন অঞ্জনা বসু।
5/7
ছবিটি সম্ভবত হতে চলেছে সাদা-কালোয়। অন্তত তেমনটাই খবর। সেই সময় ধরতে পরিচালক সংগ্রহালয়েও গিয়েছেন। 'পথের পাঁচালী' শুট হওয়া মিচেল ক্যামেরাও খুঁটিয়ে দেখেছেন তিনি।
6/7
সত্যজিৎ রায়ের ব্যারিটোন কণ্ঠস্বর নেই আবীরের। সে কারণে পরিচালক নিজেই ডাবিং করবেন বলে স্থির করেছেন। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গেও কথা বলে রেখেছেন।
7/7
সত্যজিতের প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ ও জন অরণ্য ছবিতে ছয় ও সাতের দশকের রাজনীতি ও সমাজব্যবস্থার প্রতিফলন দেখা গিয়েছে। অনীকের ছবিতেও কি সেই সময়কার রাজনীতি আসবে? বিশেষ করে পরিচালক যখন সচেতন রাজনীতিমনস্ক। তার ইঙ্গিত দিয়ে রেখেছেন ফেসবুক পোস্টে। তাতে লেখা, 'লাল সেলাম।'