ABVP-র মিছিল ঘিরে ধুন্ধুমার, দেখুন গ্যালারি

| Sep 23, 2019, 16:36 PM IST
1/10

যাদবপুর কাণ্ডের রেশ অব্যাহত। ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা শহরময়। 

2/10

সোমবার বাবুল নিগ্রহের প্রতিবাদে মিছিল করেন ABVP-র সদস্যরা। আর সেই মিছিল ঘিরেই শুরু হল ধুন্ধুমার। 

3/10

সোমবার যাদবপুর অভিযানের ডাক দেয় আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। কথা ছিল মিছিল করে যাদবপুর থানায় গিয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে ডেপুটেশন জমা দেবেন তাঁরা। 

4/10

পরিকল্পনা ছিল গোলপার্ক থেকে শুরু হবে মিছিল৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত৷ ঢাকুরিয়া ব্রিজ হয়ে যোধপুর সেলিমপুর ক্রসিং ধরে যাদবপুর অভিমুখে এগোবে মিছিল।

5/10

তবে মিছিল আটকানোর ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল আগেই। কুরিয়া ব্রিজ শেষ হতেই স্টিলের অস্থায়ী ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল।   

6/10

এরপরেই শুধু হয় ধুন্ধুমার। গার্ডওয়াল ভাঙার চেষ্টা করে ABVP-র সদস্যরা। একদিকে পুলিস অন্যদিকে মিছিল শুরু হয় স্নায়ু যুদ্ধ। 

7/10

সংযত ভাবেই মিছিল থামানোর আবেদন জানানয় পুলিস। ওপর পক্ষ থেকে শুরু হয় ইটবৃষ্টি।

8/10

তবে এদিন দুপক্ষই ছিল সাবধানী। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার দিকে কড়া নজর রাখে পুলিস। 

9/10

যদিও দুপক্ষের কেউই নতি স্বীকার করেনি। অবশেষে ব্যারিকেডের এপারেই অবস্থান বিক্ষোভ শুরু করে গেরুয়া শিবির। অন্যদিকে ফিরে যাওয়ার আবেদন জানাতে থাকেন পুলিস। 

10/10

শুধু ABVP-ই নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI-র নেতৃত্বে হয় জমায়েত। উপস্থিত হন অন্যান্য ছাত্র সংগঠনও। অধ্যাপকরাও জমায়েতে যোগ দেন। বিশ্ববিদ্যালয় চত্বরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিলেন তাঁরা।