পরিচ্ছন্নতার দফারফা করল 'স্বচ্ছ ভারত'-এর কাণ্ডারী মোদীর দলের ছাত্ররাই

Nov 30, 2018, 20:55 PM IST
1/9

অঞ্জন রায়: ক্ষমতায় আসার পর গান্ধীজয়ন্তীতে দেশকে সাফসুতরো করতে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই গেরুয়া শিবিরের ছাত্ররা স্বচ্ছতার দফারফা করে ছাড়লেন। 

2/9

নাগরিকপঞ্জি-সহ একাধিক দাবিতে শুক্রবার সভার ডাক দিয়েছিল সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি।

3/9

দূরদূরান্ত থেকে আগত পড়ুয়াদের খাবারের বন্দোবস্ত করা হয়েছিল বিজেপি দফতরের সামনে।  

4/9

পাত পেড়ে ভাত-ডাল দিয়ে মধ্যাহ্নের ভোজন সারলেন এবিভিপির সদস্যরা।

5/9

পাত পেড়ে খাওয়ার পর শোলার থালা ডাঁই হয়ে পড়ে থাকল রাস্তার পাশে। ক্রমেই তা উপচে চলে এল রাস্তায়। 

6/9

লক্ষাধিক টাকা খরচ করে সমাবেশ ও ভোজনের আয়োজন করেছিল এবিভিপি। কিন্তু নেতৃত্বের খেয়ালে থাকল না, এত লোকের ফেলে দেওয়া শোলার থালা রাস্তা নোংরা করতে পারে!

7/9

রাস্তা নোংরা থাকায় বিজেপি অফিস সংলগ্ন রাস্তায় যান চলাচলও দুষ্কর হয়ে উঠেছিল। বেশি কিছুক্ষণ বন্ধও হয়ে যায় যান চলাচল।  

8/9

দেশের ভবিষ্যত ছাত্রদের কাছ থেকে দায়িত্বশীলতা আশা করা হয়, কিন্তু নিরাশ করল এবিভিপি।

9/9

প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বচ্ছতায় জোর দিচ্ছেন, সেই বার্তা কি তাঁর দলের কাছে পৌঁছচ্ছে না। নাকি কালো টাকা ফিরিয়ে আনার মতো স্বচ্ছ ভারতও 'আইওয়াশ'।