1/11
নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিন হাতে এসে পৌঁছানোর আগেই শুরু হয়েছে রেসারেসি। কোন ভ্যাকসিন ভালো, কার ভ্যাকসিনের দাম কম, কোন ভ্যাকসিনের কার্যকারিতার মেয়াদ বেশি এই সমস্তটা নিয়েই এখন আলোচনা তুঙ্গে। কিন্তু সাধারণ মানুষ কোন ভ্যাকসিনের দিকে ঝুঁকবে? আদৌ কি সেই বাছাইয়ের স্বাধীনতা থাকবে জনসাধারণের হাতে ? তাই নিয়ে দানা বেঁধেছে প্রশ্ন।
2/11
COVISHIELD ড্রাই রান চলাকালীন তার ফলাফল হাতে আসার আগেই জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন। কিন্তু কেন এমনটা হল? তাই নিয়ে আলোচনা বিভিন্ন মহলে। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের একাংশের মতে কোনও সায়েন্টিফিক জার্নালে ফলাফল প্রকাশ করা হয়নি COVISHIELD এর ফলাফল। এর মধ্যে কীভাবে অন্য ভ্যাকসিন ছাড়পত্র পেতে পারে?
photos
TRENDING NOW
3/11
4/11
ভারত বায়োটেক কর্ণধার কৃষ্ণ এম এল্লার জানিয়েছেন, তাদের তৈরি COVAXIN, জল ছাড়া কিছু নয়, তবে তার পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র১০ শতাংশ। যেখানে অক্সফোর্ট টিকা ৬০ শতাংশ। জলের মতো বলার কারণ, সোমবার বায়োটেকের নাম না-করে সিরাম কর্ণধার আদার পুনাওয়ালার কটাক্ষ করে বলেন, "ফাইজ়ার-বায়োএনটেক, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকা— এই তিন প্রতিষ্ঠানের প্রতিষেধক কার্যকারী বলে প্রমাণিত হয়েছে। কিন্তু বাকি ভ্যাকসিন 'জলের' মতো নিরাপদ"।
5/11
6/11
7/11
কোভিশিল্ড ভ্যাকসিনকে (Covishield) ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। গণটিকাকরণ ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। দেশজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ড্রাই রান। তবে, ওই টিকা বাজারে বিক্রি করার অনুমতি পেলে প্রতি ডোজের দাম পড়বে ১০০০ টাকা। এমনটাই জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা (Adar Poonawalla)। তিনি বলেন, 'প্রথম ১০ কোটি ডোজ বিশেষ মূল্যে দেওয়া হচ্ছে সরকারকে। প্রতি ডোজের দাম পড়বে ২০০ টাকা। তারপর বিভিন্ন ধরনের দাম হতে পারে।'
8/11
9/11
10/11
photos