দুর্ঘটনার কবলে অঙ্কুশ, দুমড়ে গেল অভিনেতার গাড়ি

Jan 30, 2020, 14:06 PM IST
1/8

সরস্বতী পুজোর উদ্বোধন সেরে ফিরছিলেন, তখনই ঘটে দুর্ঘটনা 

2/8

কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে ঘটে যায় দুর্ঘটনা 

3/8

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা অঙ্কুশ হাজরা। কিন্তু দুর্ঘটনার পর পুলিসের তরফে তাঁকে কোনও সাহায্য করা হয়নি বলে সোশ্যাল মিডিয়ায় সরব হন টলিউডের এই প্রথম সারির অভিনেতা

4/8

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অঙ্কুশ জানান, সাঁকরাইলে এসে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী মদ্যপ লরি চালককে পাকড়াও করেন। কিন্তু ওই সময় লরি চালক এতটাই মদ্যপ ছিলেন যে তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না।

5/8

দুর্ঘটনার পরই পুলিস সেখানে হাজির হয় কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। দুর্ঘটনাস্থলে পুলিস হাজির হয়ে বলতে শুরু করে, 'সেলিব্রিটির গাড়িতে মেরে দিলি?' মদ্যপ লরি চালককে ওই ধরনের প্রশ্ন ছাড়া পুলিস অন্য কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন অঙ্কুশ

6/8

এরপরই অভিনেতা পুলিসের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন। তিনি বলেন, এই প্রথম ঘটনা নয়,  প্রতিদিন এই রাজ্যে এমন অনেক ঘটনাই ঘটে। তবে এবার সময় এসেছে, এই ধরনের চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

7/8

পাশাপাশি, তাঁর ভক্তরা যাতে এবার সুস্থ, স্বাভাবিক থাকেন, সে বিষয়েও সওয়াল করেন অঙ্কুশ

8/8

পাশাপাশি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর কোনও সাহায্য পাননি, এই অভিযোগের পর এক ব্যক্তির তরফে মদ্যপ লরি চালকের হয়ে সওয়াল করা হয়। ওই ব্যক্তি কীভাবে একজন মদ্যপ লরি চালকের হয়ে সওয়াল করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা