Music Video: নায়ক এবার গায়ক, সমপ্রেমীর গল্প নিয়ে তৈরি মিউজিক ভিডিয়ো

Jan 07, 2023, 19:59 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারে সমপ্রেমীর গল্পে অভিনয় করছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। তবে ছবি নয়, একটি মিউজিক ভিডিয়ো।  

2/5

পুরোপুরি ভিন্ন ধরনের মিউজিক ভিডিয়োতে অভিনয় করছেন প্রান্তিক ব্যানার্জি। গানটির নাম "রামধনু"। পরিচালনা করছেন পরিচালক অর্পণ বসাক।  

3/5

রামধনুর সাত রঙ এর ছোঁয়া থাকছে এই গল্পে। এছাড়া লিরিক্যাল হিপ হপের উপস্থাপনা থাকছে শিল্পী টাইজেন রোহানের।  

4/5

অন্যদিকে গানটি গাইছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। "পান্ডব গোয়েন্দা" সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই প্রথম গান গাইছেন অভিনেতা গায়ক ঋষভ চক্রবর্তী। অন্যদিকে প্রান্তিক ব্যানার্জির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে উদয় শঙ্কর সামন্তকে।  

5/5

গানটির সিনেমাটোগ্রাফি করছে অর্ণব গুহা। গানটির সুর ঋষভ চক্রবর্তী দিয়েছেন  ও গীতিকার সমীরণ বাড়ুই। চলতি মাসে শ্যুটিং শুরু হবে কলকাতা শহরে।