Gangasagar: রাত পোহালেই গঙ্গাসাগর মেলা! জেনে নিন সাগর সম্বন্ধে অবাক-করা কিছু কথা...
Gangasagar Mela: বাংলার আকাশে-বাতাসে মেলার ধুলোর ঘ্রাণ, মেলার গুঞ্জন-কলরব। এর মধ্যে গঙ্গাসাগর যেন একেবারেই অন্যরকম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেলা বাংলার নাড়িতে। বাংলার আকাশে-বাতাসে মেলার ধুলোর ঘ্রাণ, মেলার গুঞ্জন-কলরব। এর মধ্যে গঙ্গাসাগর যেন একেবারেই অন্যরকম। অন্যরকম তার আকর্ষণ, অন্যরকম তার আবেগ।
2/6
কপিলমুনির ক্রোধাগ্নি
কিংবদন্তি, গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম। রামায়ণে আছে, কপিলমুনির ক্রোধাগ্নিতে সগর রাজার ষাট হাজার পুত্র ভস্মীভূত হন। সগরের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সগরপুত্রদের ভস্মাবশেষের উপর দিয়ে বইয়ে দেন এবং তাঁর পিৃতপুরুষের আত্মা মুক্ত করেন। মহাভারতের বনপর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে।
photos
TRENDING NOW
3/6
আজকের মন্দির
4/6
লাখো লোকের সমাগম
5/6
গঙ্গাস্নান
6/6
গঙ্গাসাগর নিয়ে সাহিত্য
photos