Adipurush: ভক্তদের কল্পনায় ধনুর্ধর 'শ্রী রামচন্দ্র' Prabhas

Apr 22, 2021, 19:18 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন: 'আদিপুরুষ' (Adipurush) ছবিতে ঠিক কেমন হতে চলেছে 'রাম' অবতারে প্রভাসের লুক? রামনবমীর দিন সেই কৌতূহল অবসান করার ইঙ্গিত দিয়েছিল প্রযোজনা সংস্থা। কিন্তু প্রকাশ হয়নি লুক। হতাশ হয়েছেন অভিনেতার ভক্তরা।    

2/9

তবে নিরাশ হলেও প্রিয় অভিনেতাকে রামচন্দ্রের রূপে কল্পনার দৃষ্টিতে দেখে ফেলেছেন ভক্তরা। প্রযোজনা সংস্থা প্রকাশ না করলেও ভক্তরা ইতিমধ্যেই প্রভাসের 'পুরুষোত্তম শ্রী রামচন্দ্র'-র লুক প্রকাশ করেছেন তাঁরা। তা রীতিমতো ভাইরাল ইন্টারনেটে।   

3/9

শুধু কি 'ফ্যান মেড পোস্টার'? রাম নবমী উপলক্ষে ব্যানারও ঝুলিয়েছেন ভক্তরা। সেই ব্যানারে জ্বলজ্বল করছে 'রাম' প্রভাস।    

4/9

শিল্পী আবার তাঁর কল্পনা এঁকে ফেলেছেন রামরূপী প্রভাসকে।   

5/9

শুধু রাম নয়, পরশুরামের অবতারেও তেলুগু অভিনেতাকে দারুণ মানিয়েছে ফ্যানমেড পোস্টারে। 

6/9

রামায়ণের গল্পের ভিত্তিতে 'আদিপুরুষ' ছবির চিত্রনাট্য। এই ছবির পরিচালক 'তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র' খ্যাত ওম রউত। গতবছর ১৮ অগাস্ট ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছিল। 

7/9

ছবিতে রাম-জায়া সীতা কৃতী শ্যানন। আজ্ঞাবহ ভাই লক্ষ্মণের চরিত্রে সানি সিং। রাবণের ভূমিকায় অভিনয় করছেন সইফ আলি খান।      

8/9

ছবির জন্য বিশেষ দৈহিক গঠনের দরকার। সেজন্য প্রভাস ও সইফ প্রচণ্ড পরিশ্রম করছেন বলে জানিয়েছেন পরিচালক ওম রাউত।    

9/9

২০২২ সালের ১১ অগাস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা 'আদিপুরুষ'-র। হিন্দি, তেলুগু, তামিল, মালায়লম ও কানাড়া ভাষায় মুক্তি পাবে ছবিটি।