Adrit-Kaushambi Marriage: আদৃত-কৌশাম্বীর বিয়ে ও রিসেপশনের কার্ডে বিশেষ উপহার, মুহূর্তে ভাইরাল ছবি...

Adrit-Kaushambi Wedding Card: ৯ মে গাঁটছড়া বাঁধছেন আদৃত-কৌশাম্বী। ১১ মে রিসেপশন। জানা গিয়েছে, বিয়েতে খুব একটা জাঁকজমক থাকছে না। কাছের মানুষরাই নিমন্ত্রিত থাকবেন বিয়েতে।

Apr 24, 2024, 16:17 PM IST
1/7

আদৃত-কৌশাম্বী বিয়ের কার্ড

Adrit-Kaushambi Wedding Card

এই বৈশাখেই দি-ডে। ৯ মে বিয়ে করবেন আদৃত- কৌশাম্বী। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে আদৃত ও কৌশাম্বীর বধূবরণ ও বিয়ের কার্ড। দুই পরিবারের সম্মতিতেই শুভকাজটা সারছেন দুজনে, তোড়জোর তুঙ্গে। 

2/7

আদৃত-কৌশাম্বী বিয়ের কার্ড

Adrit-Kaushambi Wedding Card

প্যাস্টেল শেডের কার্ডের উপর লালে লেখা কৌশাম্বি ওয়েডস আদৃত। কার্ডে প্রজাপতির ছোঁয়া। পড়ে গিয়েছে হলুদ-সিঁদুরের ফোঁটা। সম্পূর্ণ সাবেকিয়ানার ছোঁয়া। 

3/7

আদৃত-কৌশাম্বী বিয়ের কার্ড

Adrit-Kaushambi Wedding Card

আদৃতের কার্ড অনন্য। প্রত্যেকটি কার্ডের সঙ্গে পাঠানো হচ্ছে রূপোর গণেশের মূর্তি। আদৃতের বিয়ের কার্ডে আবার রয়েছে অভিনবত্বের ছোঁয়া। প্রথম ঝলকে দেখলে মনে হবে কাঁচের। তবে তা ট্রান্সপারেন্ট। 

4/7

আদৃত-কৌশাম্বী বিয়ের কার্ড

Adrit-Kaushambi Wedding Card

৯ মে গাঁটছড়া বাঁধছেন আদৃত-কৌশাম্বী। ১১ মে রিসেপশন। জানা গিয়েছে, বিয়েতে খুব একটা জাঁকজমক থাকছে না। কাছের মানুষরাই নিমন্ত্রিত থাকবেন বিয়েতে।

5/7

আদৃত-কৌশাম্বী বিয়ের কার্ড

Adrit-Kaushambi Wedding Card

বাঙালি রীতি মেনেই বিয়ে হবে। সিদ্ধার্থ ও তার দিদিয়া অর্থাৎ অভিনেতা আদৃত ও কৌশাম্বীর প্রেমের গুঞ্জন তুঙ্গে ছিল দীর্ঘদিন ধরে। যদিও প্রেমের মতো বিয়ের খবরে এতদিন পর্যন্ত সিলমোহর দেননি দু'জনের কেউই। 

6/7

আদৃত-কৌশাম্বী বিয়ের কার্ড

Adrit-Kaushambi Wedding Card

 সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত। ২০২২-এর ডিসেম্বরে বিয়ের তারিখও পাকা ছিল দুজনের। কিন্তু ভেস্তে যায় সেই বিয়ে, শোনা যায় আদৃত-কৌশাম্বির ঘনিষ্ঠতার জেরে ভাঙে সুপ্রিয়া-আদৃতের বহু পুরোনো প্রেম।

7/7

আদৃত-কৌশাম্বী বিয়ের কার্ড

Adrit-Kaushambi Wedding Card

টলিপাড়া সূত্র খবর, বিয়ের দিন বেনারসি শাড়িতে সাজবেন কৌশাম্বী, আর আদৃত পরবেন পাঞ্জাবি। বিবাহ অনুষ্ঠান ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন তারা, কিন্তু সে আর হল কই!