Afghanistan Opium Cultivation:বিশ্ববাজারে আফিমের দাম ঊর্ধ্বমুখী! লাভবান হতে পারে তালিবান

Aug 31, 2021, 14:47 PM IST
1/6

poppy fields flourished: আফিম চাষ ঊর্ধ্বমুখী

poppy fields flourished: আফিম চাষ ঊর্ধ্বমুখী

ক্ষমতায় আসার পর আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ করেছে তালিবান। আর এই ফতোয়ার পর থেকেই হু হু করে বিশ্ব বাজারে দাম বেড়েছে আফিম-গাঁজার। 

2/6

raw opium: আফিম

 raw opium: আফিম

কান্দাহার এবং আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি আফিম চাষ হয়।তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি সংবাদিক সম্মেলনে উল্লেখ করেছিলেন যে তালেবান শাসনের অধীনে মাদক গ্রহণ করা যাবে না।   

3/6

production of opium: আফিমের উৎপাদন

production of opium: আফিমের উৎপাদন

তালিবানি ফতোয়ার পরই  আফিমের দাম প্রতি কেজি ৭০ ডলার থেকে ইতিমধ্য়েই ২০০ ডলার হয়ে গিয়েছে। বলা হচ্ছে এই লাভেরই লাভ তুলবে তালিবান।   

4/6

needed the support of smugglers and farmers: পাচারকারী ও কৃষকদের প্রয়োজনীয়তা

needed the support of smugglers and farmers: পাচারকারী ও কৃষকদের প্রয়োজনীয়তা

এতদিন অবধি তালিবানরা সক্রিয়ভাবে এই ব্যবসার সবচেয়ে বড় অংশীদার ছিল৷ কর আদায় থেকে তাঁদের আয়ের বড় উৎস ছিল এই আফিম-গাঁজার ব্যবসা। 

5/6

Profits and poppy: লাভ এবং আফিম

Profits and poppy: লাভ এবং আফিম

দেশটিতে প্রতি বছর প্রায় ৫-৬ হাজার টন আফিম উৎপাদন হয় বলে জানা গিয়েছে। তালিবান ক্ষমতা দখলের পর কাঁচা আফিমের দাম হঠাৎ করেই ৩ গুণ বেড়েছে। 

6/6

Afghanistan's illegal drug trade: আফগানিস্তানের বেআইনি মাদক ব্যবসা

Afghanistan's illegal drug trade: আফগানিস্তানের বেআইনি মাদক ব্যবসা

আফগানিস্তানে কাঁচা আফিমের দাম কয়েক গুণ বেড়ে গেছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।