Extreme Heat: সহ্যের সীমা ছাড়িয়ে বাড়বে তাপমাত্রা, ভয়ংকর অবস্থা হবে কলকাতায়...

Increasing Global Temperatures: উষ্ণতা সহ্য করার একটা স্বাভাবিক ক্ষমতা রয়েছে মানুষের। সেটা পেরিয়ে গেলেই সে অসুস্থ হয়ে পড়ে। মৃত্যু পর্যন্ত হতে পারে। হয়ও। শোনা যাচ্ছে, বছরখানেকের মধ্যেই নাকি পৃথিবীর আবহাওয়া এমন বদলাবে যে, তাপমাত্রা সেই সহ্যের সীমাটা পেরিয়ে যাবে! তারপর? মানুষ বাঁচবে কী ভাবে?

| Oct 12, 2023, 19:40 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লোবাল ওয়ার্মিং নতুন কিছু নয়। বহুদিন ধরেই হচ্ছে, এবং তার ফলও অনুভূত হচ্ছে। তবে এবার যে কথা শোনা যাচ্ছে, তাতে হাত-পা ভয়ে ঠান্ডা হয়ে যাওয়ারই কথা। কী শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বছরখানেকের মধ্যেই নাকি পৃথিবীর আবহাওয়া এমন বদলাবে যে, তাপমাত্রা মানুষের তাপ সহ্য করার স্বাভাবিক সীমাটা পেরিয়ে যাবে! তারপর? মানুষ বাঁচবে কী ভাবে?

1/7

উষ্ণ-চোখরাঙানি

কলকাতা তথা গোটা ভারতের আবহাওয়ায় গরমই বেশি। কিছু কিছু জায়গা বাদ দিলে বেশিরভাগ অঞ্চলে বছরভর গরম। গত কয়েক বছরে উষ্ণতা এতটাই বাড়তে দেখা গিয়েছে, যা অসুস্থতার কারণ হয়ে উঠেছে। এই পর্যন্ত তবু মানুষ জানে, দেখেছে, অনুভব করেছে।

2/7

ভয়ংকর-তাপ

তবে এবার শোনা গেল আরও ভয়ংকর কথা। বিজ্ঞানীরা বলছেন, মানুষের উষ্ণতা সহ্য করার যে-ক্ষমতা রয়েছে, সেটা পেরিয়ে এবার গরম পড়বে। এবং সেটা অচিরেই। 

3/7

কলকাতাও

আর যেসব জায়গার ক্ষেত্রে এই আশঙ্কা বেশি, সেই তালিকায় রয়েছে কলকাতাও!

4/7

গবেষণাপত্রে

পেন স্টেট কলেজ অব হেল্থ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, পার্ডু ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স এ সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছে।

5/7

১.৫ ডিগ্রি

সেখানে বলা হয়েছে, বছরকয়েকের মধ্যে গোটা পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে! গবেষকরা বলছেন, এই তাপমাত্রা-বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলেই তা মানুষের সহ্যের সীমা পার করে ফেলবে। তখনই বেড়ে যাবে হিট স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি।

6/7

ধ্বস্ত এশিয়া

জানা গিয়েছে, পাকিস্তান ও ভারতের একটা বড় অংশে এর মূল প্রভাব পড়বে। প্রভাব পড়বে চিনেও। 

7/7

ভারী শহর, চড়া গরম

ভারত, পাকিস্তান, চিনের যেসব শহরে এই গরমের প্রকৃত পড়বে সেগুলি হল-- দিল্লি, কলকাতা, সাংহাই, মুলতান, নানজিয়াং, উহান।