Extreme Heat: সহ্যের সীমা ছাড়িয়ে বাড়বে তাপমাত্রা, ভয়ংকর অবস্থা হবে কলকাতায়...
Increasing Global Temperatures: উষ্ণতা সহ্য করার একটা স্বাভাবিক ক্ষমতা রয়েছে মানুষের। সেটা পেরিয়ে গেলেই সে অসুস্থ হয়ে পড়ে। মৃত্যু পর্যন্ত হতে পারে। হয়ও। শোনা যাচ্ছে, বছরখানেকের মধ্যেই নাকি পৃথিবীর আবহাওয়া এমন বদলাবে যে, তাপমাত্রা সেই সহ্যের সীমাটা পেরিয়ে যাবে! তারপর? মানুষ বাঁচবে কী ভাবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লোবাল ওয়ার্মিং নতুন কিছু নয়। বহুদিন ধরেই হচ্ছে, এবং তার ফলও অনুভূত হচ্ছে। তবে এবার যে কথা শোনা যাচ্ছে, তাতে হাত-পা ভয়ে ঠান্ডা হয়ে যাওয়ারই কথা। কী শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বছরখানেকের মধ্যেই নাকি পৃথিবীর আবহাওয়া এমন বদলাবে যে, তাপমাত্রা মানুষের তাপ সহ্য করার স্বাভাবিক সীমাটা পেরিয়ে যাবে! তারপর? মানুষ বাঁচবে কী ভাবে?
1/7
উষ্ণ-চোখরাঙানি
2/7
ভয়ংকর-তাপ
photos
TRENDING NOW
4/7
গবেষণাপত্রে
5/7
১.৫ ডিগ্রি
6/7
ধ্বস্ত এশিয়া
7/7
ভারী শহর, চড়া গরম
photos