Agnipath Scheme Protest: 'অগ্নিপথ' বিতর্কে অগ্নিগর্ভ পরিস্থিতি, হাওড়া থেকে বাতিল বহু ট্রেন, সহায়তা কেন্দ্র রেলের

Jun 18, 2022, 14:00 PM IST
1/9

'অগ্নিপথে' অগ্নিগর্ভ রাজপথ

Agnipath Scheme Protest ৩

নিজস্ব প্রতিবেদন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath recruitment scheme) নিয়ে দিকে দিকে বিক্ষোভ। পূর্ব রেলের তরফ থেকে শনিবার ১৩টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

2/9

কী বলছে পূর্ব রেল?

Agnipath Scheme Protest 4

জানা গিয়েছে, পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে হাওড়া-সহ অন্যান্য ডিভিশন থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে ইতিমধ্য়ে বিবৃতি দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

3/9

বাতিল ট্রেন

Agnipath Scheme Protest 5

বাতিল: হাওড়া-রাঁচি শতাব্দি এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

4/9

বাতিল ট্রেন

Agnipath Scheme Protest 6

বাতিল: হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস 

5/9

বাতিল ট্রেন

Agnipath Scheme Protest 7

বাতিল: আসানসোল মেমো এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস

6/9

বাতিল ট্রেন

Agnipath Scheme Protest 8

বাতিল: হাওড়া-পাটনা জনশতাব্দি এক্সপ্রেস, বাকা-রাজেন্দ্র নগর ইন্টারসিটি এক্সপ্রেস

7/9

বাতিল ট্রেন

Agnipath Scheme Protest 9

বাতিল: মালদহ টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দবিহার গারিব রথ ট্রেন।

8/9

ইস্ট-সেন্ট্রাল রেলের তরফে বাতিল ট্রেন

Agnipath Scheme Protest 10

ইস্ট-সেন্ট্রাল রেলের তরফে বাতিল ট্রেনের নাম: শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, জামালপুর-ভাগলপুর-জামালপুর প্যাসেঞ্জার এক্সপ্রেস, সাহিবগঞ্জ-দানাপুর এন্টারসিটি এক্সপ্রেস

9/9

হাওড়া স্টেশনে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র

Agnipath Scheme Protest 11

বিভিন্ন জায়গায় রেল অবরোধ। শনিবারও ব্যাহত ট্রেন পরিষেবা। হাওড়া স্টেশনে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত রয়েছে রেল কর্তৃপক্ষ।