1/6
অগ্নিপথ' বিতর্কে জ্বলছে ভারত
2/6
কী এই অগ্নিপথ প্রকল্প?
ভারতীয় সেনাকে আধুনিকীকরণের স্বার্থে এই প্রকল্প। সেনায় অস্থায়ীভাবে ৪ বছরের জন্য কর্মী নিয়োগ হবে। যাঁদের ‘অগ্নিবীর’ নামে দেওয়া হয়েছে। বর্তমানে ভারতীয় সেনার গড় বয়স ৩২ বছর। 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme) কার্যকর হলে এক ধাক্কায় তা ২৬ বছর হয়ে যাবে। প্রথমে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৭ বছর। সর্বোচ্চ বয়স ২১ বছর ছিল। বিক্ষোভের জেরে বয়সের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। চার বছর পর ২৫ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণের চাকরি স্থায়ী করা হবে না। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন। চার বছর পরে ১১ থেকে ১২ লক্ষ টাকা এককালীন অর্থ দেওয়া হবে। যা হবে সম্পূর্ণ করমুক্ত। জানলে অবাক হবেন, বিশ্বের বহু দেশে এই 'অগ্নিপথ' (Agnipath Scheme)-এর মতো পদ্ধতিতেই সেনায় নিয়োগ হয়ে থাকে।
photos
TRENDING NOW
3/6
আমেরিকা
4/6
চিন
প্রতি বছর চিনা সেনায় ৪.৫ লক্ষ নিয়োগ হয়। চিনে সবচেয়ে বেশি সংখ্যক যুবক-যুবতি থাকায়, সেখানে দু'বছরের জন্য সেনায় নিয়োগ করা হয়। তাঁদের ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। মেয়াদ শেষ হলে, তাঁদের মধ্যে থেকে অনেককে পূর্ণ সময়ের জন্য নিয়োগ করা হয়। ২ বছর পর যাঁরা অবসর নেন, তাঁদের খুব কম সুদে ঋণ দেওয়া হয়। যাতে তাঁরা অন্য কোনও ব্যবসা করতে পারেন। করের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়।
5/6
রাশিয়া
6/6
ইজরায়েল
ইজরায়েলে প্রত্যেক পরিবার থেকে কমপক্ষে একজনের সেনায় যোগ দেওয়া বাধ্যতামূলক। যুবকদের ৩২ মাস এবং মহিলাদের ২৪ মাস সেনায় নিয়োগ করা হয়। এরপর তাঁদের সংরক্ষিত তালিকায় রাখা হয়। যে কোনও প্রয়োজনে, যখন খুশি তাঁদের কাজে লাগাতে পারে সরকার। ওই সেনাদের ১০ শতাংশকে সেনায় পাকাপাকি ভাবে নিয়োগ করা হয় এবং সাত বছর তাঁদের কাজের সময়।
photos