বাঙালিয়ানায় ভরপুর মোহময়ী Swastika-র ফটোশুট

Mar 27, 2021, 15:18 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: স্বস্তিকার ফটোশুট ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। বাঙালিয়ানায় ভরপুর গ্ল্য়ামার ক্য়ুইনের সাজ। 

2/5

কখনও সাদা কালো, কখনও আবার রঙীন ছবিতে পোজ দিলেন নায়িকা। কখনও মন কেমনের জানলা দিয়ে উঁকি দিচ্ছেন, কখনও আবার সরাসরি ক্যামেরায় লুক গ্ল্যামার ক্যুইনের।

3/5

সাদা লাল পাড় শাড়িতে মোহময়ী নারী, মাথায় ফুল, কানে সোনালি গয়না, কপালে লাল টিপ। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন নিজেই।

4/5

সদ্য় স্ট্রিমিং শুরু হয়েছে 'মোহমায়া' ওয়েব সিরিজের। ইতিমধ্য়েই স্বস্তিকার অভিনয় প্রশংসিত। পাশপাশি নায়িকার লুকে মুগ্ধ আট থেকে আশি।

5/5

হাসিতে যেন মুক্ত ঝরে তাঁর, ক্য়ামেরায় লুক দিয়ে পোজ দিয়েছেন যখনই মুহুর্তে শুরু হয়ে গিয়েছে লাইক, লভ ইমোজির বন্য়া।