Aishwarya-র বাড়িতে বিয়ে, আরাধ্যাকে নিয়ে হাজির Abhishek

Feb 23, 2021, 12:21 PM IST
1/5

ঐশ্বর্য রাই বচ্চনের তুতো বোনের বিয়েতে যেন তারার মেলা। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে ঐশ্বর্যর পাশাপাশি মেয়েকে নিয়ে হাজির হন অভিষেক বচ্চন। রাইয়ের সঙ্গে বচ্চনদের দেখে ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ 

2/5

পারিবারিক বিয়ের অনুষ্ঠানে কখনও ধূসর রঙের লেহেঙ্গায় সাজতে দেখা যায় ঐশ্বর্যকে, আবার কখনও লাল রঙের লেহেঙ্গায় দেখা মেলে রাই সুন্দরীর 

3/5

যদিও বিয়ে বাড়িতে জমকালো পোশাকে হাজির হলেও ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যার মুখ ঢাকা ছিল মাস্কে 

4/5

বিয়ে বাড়ির অনুষ্ঠানে হাজির হলে ঐশ্বর্যদের দেখে সেখানে হাজির অতিথিরা এগিয়ে আসেন। সেলেব জুটিদের সঙ্গে ছবি তুলতে চেয়ে অনেকেই তাঁদের মুঠোফোন বন্দি করে ফেলেন চটপট

5/5

ঐশ্বর্য, অভিষেক, আরাধ্যার পাশাপাশি রাইয়ের মা বৃন্দা রাইকেও দেখা যায় সেখানে