ক্যান্সার আক্রান্তদের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশন ঐশ্বর্যর

Dec 23, 2018, 20:09 PM IST
1/13

সামনেই ক্রিসমাস, তার আগে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল টাটা মেমোরিয়াল হাসপাতাল। 

2/13

প্রত্যেকবছরই টাটা মেমোরিয়ালের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

3/13

এবছরও তেমনটাই হল।

4/13

5/13

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। 

6/13

রবিবার গোটা দিনটা টাটা মেমোরিয়াল হাসপাতালেই কাটে ঐশ্বর্যর। 

7/13

মন দিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীদের পারফরম্যান্স দেখলেন 'রাই' সুন্দরী।

8/13

ক্যান্সার আক্রান্ত এই সমস্ত রোগীদের উৎসাহ দিতেই উপস্থিত হয়েছিলেন বচ্চন পরিবারের বধূ। 

9/13

প্রত্যেক বছরই টাটা মেমোরিয়াল হাসপাতালের তরফে এধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

10/13

হাসতালি দিয়ে উৎসাহ দিলেন ঐশ্বর্য।

11/13

ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে ছবিও তুললেন ঐশ্বর্য।

12/13

ছোট শিশু থেকে বড় ক্যান্সার আক্রান্তদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। 

13/13

অনুষ্ঠানে গিয়ে মন ভরে যায় 'রাই'-এর।